'তোমার গলার হার গো' লাইনটা সবচেয়ে বেশি পছন্দ শ্রোতাদের: কুমার বিশ্বজিৎ

বরেণ্য শিল্পী কুমার বিশ্বজিৎ। ছবি: সংগৃহীত
বরেণ্য শিল্পী কুমার বিশ্বজিৎ। ছবি: সংগৃহীত

খ্যাতিমান কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ কোরবানি ঈদে তার শ্রোতাদের জন্য ৩টি গান উপহার দিয়েছেন। প্রিয় শিল্পীর কন্ঠে নতুন গান পেয়ে শ্রোতারা বেশ আনন্দিত।

সে আনন্দের আঁচ পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আইপিডিসির 'আমাদের গান' আয়োজনে  ময়মনসিংহের 'মহুয়া' পালা থেকে সংগৃহীত 'নয়া বাড়ি লইয়ারে বাইদ্যা' গানটি গেয়েছেন কুমার বিশ্বজিৎ। ১৬৫০ সালের এই গানের রচয়িতা দ্বিজ কানাই।

এছাড়াও তিনি গেয়েছেন আশির দশকের শ্রোতাপ্রিয় গান 'প্রশ্ন তোমার'। প্রায় ৪০ বছর পরে আবারও নতুনভাবে গানটি কণ্ঠে তুলেছেন তিনি। গানটির কথা লিখেছিলেন লিটন অধিকারী রিন্টু। গানছবি এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এটি।

ঈদের তৃতীয় গানের নাম 'প্রতিটি শুরুর আছে শেষ'। আসিফ ইকবালের কথায় গানটির সুর ও সংগীত করেছেন কিশোর। গানটি প্রকাশিত হয়েছে গানচিল মিউজিক থেকে।

কুমার বিশ্বজিৎ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই ঈদে আমার কণ্ঠে ৩টি গান প্রকাশিত হয়েছে। সেই গানগুলোর মধ্যে 'নয়া বাড়ি লইয়ারে বাইদ্যা' গানটি নিয়ে শ্রোতাদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি। অনেকেই জানিয়েছেন, তারা ঈদের আগে থেকেই গানটি বিভিন্ন জায়গায় বাজতে শুনেছেন। যেখানে অডিও অ্যালবাম নেই সেই সময়ে এসে এটি সত্যি অন্যরকম একটি ব্যাপার। গানটার মধ্যে একটি লাইন আছে, "তোমার গলার হার গো"। এই কথাটা খুব পছন্দ করেছে শ্রোতারা। আমার স্ত্রীও এই এক লাইন গুনগুন করছে। গানটি পার্থ বড়ুয়ার কারণেই গাওয়া হয়েছে। এই গানটি অনেক বছর আগে কলকাতার "মহীনের ঘোড়াগুলি" ব্যান্ড তাদের কন্ঠে তুলেছিল। কতোদিন আগে এটা গেয়েছে তারা! এটা ভাবা যায়? বাংলাদেশের লায়লা নামে একজন কণ্ঠশিল্পী গানটা আগে গেয়েছে। মাটির গান, শিকড়ের গান সবসময়ই মানুষ পছন্দ করে। এটা আবারও  প্রমাণ পেলাম।'

বরেণ্য শিল্পী কুমার বিশ্বজিৎ ও পার্থ বড়ুয়া । ছবি: সংগৃহীত
বরেণ্য শিল্পী কুমার বিশ্বজিৎ ও পার্থ বড়ুয়া । ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, 'প্রশ্ন তোমার' গানটা শ্রোতারা অনেকদিন থেকে নতুন করে করতে বলছিলেন। এটা তাদের জন্য আমার উপহার। গানটার ভিডিও শুটিং হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডায়। কানাডার অংশটুকু শুটিং করেছে কুমার নিবিড়। এই গানটা আমার অনেক প্রিয়। এছাড়া 'প্রতিটি শুরুর আছে শেষ' নামে গান করেছি, একটু অন্য ধরনের গান। ৩ টা গানই শ্রোতারা ঈদে শুনছেন, তাদের মতামত দিচ্ছে এটা আমার জন্য অনেক ভালোলাগার।'

 

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

56m ago