চীনের আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত

চীনের হুবেই প্রদেশের আবাসিক এলাকায় একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।
পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স জে-৭ উড়োজাহাজটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়
পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স জে-৭ উড়োজাহাজটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। ছবি: সিসিটিভি

চীনের হুবেই প্রদেশের আবাসিক এলাকায় একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

যুক্তরাজ্যের সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, এই দুর্ঘটনায় আজ বৃহস্পতিবার কমপক্ষে ১ ব্যক্তি নিহত হয়েছেন।

হুবেই অঙ্গরাজ্যে প্রশিক্ষণ অভিযানে থাকা অবস্থায় পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স জে-৭ উড়োজাহাজটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। ফলে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

চীনের সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে, দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

উড়োজাহাজের বৈমানিক সামান্য আহত হয়েছেন। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার আগে তিনি সেখান থেকে বের হয়ে প্যারাশুটের মাধ্যমে মাটিতে নেমে আসেন। আহত বৈমানিক ও অপর ২ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ঘটনাস্থলের আশেপাশের কিছু বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। হুবেই প্রদেশের শিয়াংইয়াং অঞ্চলের লাওহেকোও বিমানবন্দরের কাছাকাছি জায়গায় এ দুর্ঘটনা ঘটে।  

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, উড়োজাহাজ দুর্ঘটনার কারণ ও হতাহতের বিষয়ে তদন্ত চলছে। জরুরি সহায়তা দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

5h ago