অপরাধ ও বিচার

কক্সবাজারে ছাত্রলীগ নেতা হত্যায় ২৯ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে হত্যার ঘটনায় ২৯ জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
নিহত ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিন। ছবি: সংগৃহীত

কক্সবাজারে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে হত্যার ঘটনায় ২৯ জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ফয়সালের বড় ভাই মো. আবু নাসের বাদী হয়ে এজাহারটি দায়ের করেন।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দীন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'এজাহারটিকে হত্যা মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে।'

এজাহার দায়েরকারী আবু নাসের ও পুলিশের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, এজাহারে মোট ২৯ জনকে আসামি করা হয়েছে। এই ২৯ জনের মধ্যে এজাহারে ১৭ আসামির বিস্তারিত নাম-পরিচয় উল্লেখ করা হয়েছে। অপর ১২ আসামি অজ্ঞাতনামা। এজাহারে গত সোমবার র‌্যাবের হাতে গ্রেপ্তার হত্যাকাণ্ডের মূলহোতা আজিজ সিকদারকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া, আজিজ সিকদারের সঙ্গে র‌্যাবের হাতে গ্রেপ্তার ফিরোজ আলম এবং ঘটনার দিন রোববার রাতে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬ জনকেও আসামি করা হয়েছে।'

পুলিশ পরিদর্শক মো. সেলিম উদ্দীন আরও বলেন, 'রোববার ঘটনার দিন আটক ৬ জনকে সোমবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জেলা কারাগারে প্রেরণ করেন। এখন যাচাই-বাছাই করে তাদের ফয়সাল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।'

এদিকে, গতকাল রাত ১১টায় কক্সবাজারস্থ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার রামুর চেইন্দাস্থ র‍্যাব-১৫ এর সদরদপ্তরে প্রেস ব্রিফিং করেন। সেসময় তিনি ফয়সাল হত্যাকাণ্ডের মূলহোতা আজিজ সিকদার ও তার সহযোগী ফিরোজ আলমকে গত সোমবার কীভাবে কোন কৌশলে গ্রেপ্তার করা হয় তার বিস্তারিত বর্ণনা তুলে ধরেন।

তিনি বলেন, 'গ্রেপ্তার ২ জনকে র‌্যাব ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আজিজ ও ফিরোজ ফয়সাল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ছাড়া, হত্যা মিশনে তাদের সঙ্গে আর কারা কারা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন পর্যায়ে জড়িত ছিলেন তাদের নাম পরিচয়ও প্রকাশ করেছেন। গ্রেপ্তার ২ জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।'

গত রোববার সন্ধ্যা ৭টায় কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়ায় আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে পুলিশের সামনেই ফয়সাল উদ্দীনকে একদল সশস্ত্র সন্ত্রাসী কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করে। ফয়সাল কক্সবাজার সদর উপজেলা শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

Comments