চবিতে যৌন নিপীড়ন: ৫ ছাত্রলীগ কর্মী ২ দিনের রিমান্ডে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ২ শিক্ষার্থীসহ ছাত্রলীগের ৫ কর্মীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন রিমান্ডের আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
হাটহাজারী থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এসআই বলেন, 'ওই ৫ জনের মধ্যে আজিম হোসেন (২৩) ও নুরুল আবসার বাবু (২২) চবি এবং মাসুন রানা (২২) ও নুর হোসেন শাওন (২২) হাটহাজারী কলেজের শিক্ষার্থী। আর সাইফুল ইসলাম (২৩) কলেজে ভর্তি হলেও পরে আর পড়াশোনা চালিয়ে যায়নি।'
এর আগে, গত ১৭ জুলাই রাতে চবির প্রথম বর্ষের এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় চবির ২ শিক্ষার্থী ও হাটহাজারী কলেজের ২ শিক্ষার্থীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। ওই ৫ জন ক্যাম্পাসে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানায় র্যাব।
Comments