লঞ্চের ধাক্কায় পা হারানো কবিরকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

ঢাকার সদরঘাটে লঞ্চের ধাক্কায় বাম পা হারানো মো. কবির হোসেনকে ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি টাকা দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

ঢাকার সদরঘাটে লঞ্চের ধাক্কায় বাম পা হারানো মো. কবির হোসেনকে ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি টাকা দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে আগামী ৬ সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দেওয়া হয়েছে।

গত ১ মে ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য সদরঘাটের একটি পল্টুনে অপেক্ষা করছিলেন দিনমজুর কবির ও তার পরিবারের সদস্যরা। এ সময় পটুয়াখালী থেকে আসা পূবালী-১২ নামের একটি লঞ্চের ধাক্কায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

আজ জারি করা রুলে হাইকোর্ট সরকার ও পূবালী-১২ লঞ্চের কর্তৃপক্ষকে লঞ্চ টার্মিনালে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিষ্ক্রিয়তা এবং এ বিষয়ে তাদের ইচ্ছাকৃত অবহেলাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার কারণ দেখাতে বলেছেন।

ভুক্তভোগী কবির হোসেনের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

কবির হোসেনের আইনজীবী মো. তানভীর আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, লঞ্চ কর্তৃপক্ষ গুরুতর আহত কবিরকে তার চিকিৎসার জন্য ১ লাখ ৪০ লাখ টাকা দিয়েছে। কিন্তু তার যথাযথ চিকিৎসা ও পরিবার পরিচালনার জন্য এই পরিমাণ অর্থ পর্যাপ্ত নয়।

রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

Comments