সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে দুদকের আবেদন
দুর্নীতির মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন আদেশ বাতিল চেয়ে আজ সোমবার হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আবেদনে সম্রাটকে জামিন দেওয়া নিম্ন আদালতের আদেশের ওপর স্থগিতাদেশ চেয়েছে দুদক।
দুদকের আইনজীবী খুসরিদ আলম খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
আবেদনের বরাত দিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিলেও সংশ্লিষ্ট নিম্ন আদালত সম্রাটকে চিকিৎসাগত কারণে জামিন দিয়েছেন।
সম্রাটকে তার অপরাধের গুরুত্ব বিবেচনায় জামিন দেওয়া যাবে না জানিয়ে তিনি বলেন, হাইকোর্ট আগামীকাল মঙ্গলবার এই আবেদনের ওপর শুনানি করবেন।
গত ১১ মে দুর্নীতি মামলায় সম্রাটের জামিন মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান।
২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ওই দিন তার কাকরাইল কার্যালয়ে অভিযান চালায় বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল জব্দ করে র্যাব। এরপর একই বছরের ১২ নভেম্বর তার জ্ঞাত আয়ের উৎসের বাইরে ২ কোটি ৯৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ দায়ের করে দুদক।
Comments