ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম্রপালি আম পাঠালেন প্রধানমন্ত্রী

প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে আমগুলো হস্তান্তর করা হয়। ছবি: স্টার

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য উপহার হিসেবে আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে উপহার সামগ্রী ত্রিপুরায় পাঠানো হয়।

ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মাহমুদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে জানান, ১৬০টি কার্টনে ৮০০ কেজি আম্রপালি জাতের আম ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ।

তিনি জানান, ঢাকা থেকে পিকআপ ভ্যানে করে আমগুলো রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়। স্থলবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে আমগুলো তাদের কাছে হস্তান্তর করে। ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন এগুলো ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে পৌঁছে দেবেন‌।

আরিফ মাহমুদ বলেন, 'প্রতি বছরই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উপহার পাঠিয়ে থাকেন। ২ দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও আত্মিক সম্পর্কের নিদর্শন এটি।'

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঠানো এসব উপহারসামগ্রী হস্তান্তরের সময় ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মাহমুদ ছাড়াও প্রথম সচিব মো. আসাদুজ্জামান, আখাউড়া স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. জাকারিয়াসহ ২ দেশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Khaleda Zia returns home from London

Tarique's wife Zubaida Rahman and his late brother Arafat Rahman Koko's wife Syeda Sharmila Rahman accompanied her

44m ago