‘রাতে কিন্তু কাজটা (ভোট) হয়, হয় মানে কী আমরাই করাইছি’

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে জাতীয় পার্টির প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ব্যালটবাক্স ভরার অভিযোগের বিষয়টি প্রকারান্তরে স্বীকার করে নিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, 'রাতে কিন্তু কাজটা (ভোট দেওয়া) হয়। হয় মানে কী, আমরাই করাইছি। কী বলব, এটা হয়। এটা হয় না, ঠিক না।'  

এ জন্য আগামী নির্বাচনে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর প্রস্তাব রেখে তিনি বলেন, 'এখন প্রত্যেকটি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। কাজেই চাইলে সকাল বেলা (ভোটকেন্দ্রে) ব্যালট পৌঁছানো সম্ভব।'

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ছবি: সংগৃহীত

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নেয়। নির্বাচন ভবনে অনুষ্ঠিত ওই সংলাপে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

সংলাপে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট গ্রহণের বিষয়ে ঘোর বিরোধিতা করে সংসদের প্রধান এই বিরোধী দল। দেশের মানুষের ইভিএমে আস্থা নেই দাবি করে দলের পক্ষে বলা হয়, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের কোন যৌক্তিকতা নেই। ইভিএমে ভোট হলে আসন্ন গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অংশ না নেওয়ার কথাও জানায় তারা।

অবশ্য ইভিএমের বিষয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল কোন মন্তব্য করেননি।

সংলাপে ইভিএমের বিরোধিতা করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, 'ইভিএমে আমাদের আস্থা নেই। ব্যক্তিগতভাবে আমারও এতে কোন আস্থা নেই। মানুষ মনে করে ইভিএমে ভোট পাল্টে দেয়া হলে কিছু করার নেই। কারণ ফল রি-চেক করা যায় না '

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, 'ইভিএম সম্পর্কে আপনাদের এক্সপার্টদের কথাও আমার মাথায় ঢোকেনি। জনগণের আস্থা, বিশ্বাস ছাড়া ইভিএম ব্যবহার যৌক্তিক হবে না। ' 

দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, 'ইভিএম খুবই কঠিন পদ্ধতি। অনেক দেশে ইভিএম বাতিল করেছে।'

প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু নিজের নির্বাচনে ইভিএমের অভিজ্ঞতার বর্ণনা করে বলেন, 'নির্বাচনে ভোটগ্রহন শুরুর ১০ মিনিটের মাথায় ইভিএম মেশিন নষ্ট হয়ে যায়। কিন্তু এর সমাধান কখন হবে, কে এটা ঠিক করবে সেই লোক খুঁজে পাওয়া যায়নি '

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন রেখে সেন্টু বলেন, 'জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের সময় ইভিএম নষ্ট হলে সেটা আপনারা ঠিক করবেন? না নির্বাচনের অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম করবেন?'

নির্বাচন কমিশনার আহসান হাবীব খান এক পর্যায়ে ইভিএমের পক্ষে যুক্তি দিয়ে বলতে থাকেন যে, তাদের সময় ইভিএমে কোন সমস্যা হয়নি।

এ সময় আহসান হাবীব খানকে থামিয়ে দিয়ে জাপা মহাসচিব বলেন, 'ইভিএম খুবই স্পর্শকাতর। এটা নিয়ে যুক্তি দিয়ে লাভ নেই।'

জাতীয় পার্টির মহাসচিব চুন্নু আরও বলেন, 'আপনাদের দোষারোপ করে লাভ নেই। রাজনৈতিক দলের সহযোগিতা না পেলে নির্বাচনে আপনারা অসহায়। সমস্যা আমাদের সিস্টেমের। কিছু সমস্যা নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য না হলে যতই শক্ত আইন করা হোক না কেন, কোনো লাভ হবে না। নির্বাচনে ভালো পদ্ধতিতে হোক সেটা আওয়ামী লীগ ও বিএনপি কেউই চায় না।'

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূণ্য হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন ব্যালট পেপারে গ্রহণের দাবি করে চুন্নু বলেন, 'আমরা চাই ওই নির্বাচনটি ব্যালট পেপারে অনুষ্ঠানের ব্যবস্থা করা হোক। নির্বাচনটি সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।'

এই নির্বাচনটি ইভিএমে হলে জাতীয় পার্টির যাওয়ার সম্ভবনা নেই বলেও জানান দলটির মহাসচিব।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

4h ago