পদ্মা সেতুর উদ্বোধন: ধামরাইয়ে শিক্ষার্থীদের আনন্দ র‍্যালি

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঢাকার ধামরাইয়ে আনন্দ র‍্যালি করেছে আব্দুস সোবহান মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা। এ ছাড়া, শিক্ষার্থীদের সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় দেখানোসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আব্দুস সোবহান মডেল হাইস্কুলের শিক্ষার্থীদের আনন্দ র‌্যালি। ছবি: স্টার

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঢাকার ধামরাইয়ে আনন্দ র‍্যালি করেছে আব্দুস সোবহান মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা। এ ছাড়া, শিক্ষার্থীদের সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় দেখানোসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে পৌরসভার আব্দুস সোবহান মডেল হাইস্কুলের হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আব্দুস সোবহান মডেল হাইস্কুলের উদ্যোগে প্রায় ৩০০ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে স্কুল থেকে শিক্ষার্থীরা আনন্দ র‍্যালি বের করে। র‍্যালিটি ধামরাইয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে সোবহান মডেল হাইস্কুলের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'পদ্মা সেতু আমাদের অহংকার, আমাদের গর্ব। পদ্মা সেতু সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে হবে। নিজ দেশের অর্থায়নে বিশ্বের কয়েকটি সেতুর মধ্যে পদ্মা সেতু অন্যতম। আজ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের স্মৃতি ধরে রাখার জন্য আমাদের এই আনন্দ র‍্যালি।'

এ ছাড়া, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সাভারের বিভিন্ন প্রতিষ্ঠান দোয়া ও মিলাদের আয়োজন করেছে। বিকেলে এ উপলক্ষে সাভার মডেল থানায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।

Comments