যশোরে ‘বিস্কুট খেয়ে’ ১ মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু, অসুস্থ ৬

যশোর
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

যশোরের শার্শা উপজেলায় 'বিস্কুট খেয়ে' মাদ্রাসাশিক্ষার্থী মাহিন হোসেনের (১৩) মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এছাড়া, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৬ শিক্ষার্থী।

আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার নারায়ণপুর আশরাফুল মাদারিস কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

ওই মাদ্রাসার শিক্ষক আনারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'তারা আজ দুপুরের খাবার খেয়ে মাদ্রাসায় ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে বিকেলে একজনের ভগ্নিপতির পাঠানো বিস্কুট খেয়ে ৭ জন অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানের চিকিৎসক মাহিন হোসেনকে মৃত ঘোষণা করেন। নিহত মাহিন ঝিকরগাছা উপজেলার নন্ডে ডুমুরিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে।'

'অসুস্থদের মধ্যে মামুনুর রশিদকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। মৃত শিক্ষার্থীর ভগ্নিপতি রাসেল আহমেদ এ বিস্কুট শার্শা বাজার থেকে কিনে দিয়েছিলেন,' বলেনি তিনি।

মাহিনের ভগ্নিপতি রাসেল আহমেদ সাংবাদিকদের বলেন, 'বৃহস্পতিবার বিকেলে শার্শা উপজেলা বাজারের ফুটপাতের দোকান থেকে দু' প্যাকেট বিস্কুট কিনে আমার শ্যালককে দিয়েছিলাম। শুক্রবার বিকেলে সংবাদ পাই সেই বিস্কুট খেয়ে আমার শ্যালকসহ ৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। পরে মাহিন মারা গেছে।'

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিদ্দিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিকেলের দিকে বিস্কুট খেয়ে ওই মাদ্রাসার ৭ শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে মাহিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।'

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, 'বিষয়টি লোকমুখে শুনে মাদ্রাসায় পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। মাহিনের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

Manu Mia, who dug thousands of graves without pay, passes away

He had been digging graves for 50 years and never accepted any payment for his service

28m ago