‘আ. লীগের বিদায় ঘণ্টা বাজাতে গিয়ে বিএনপি নিজের বিদায় ঘণ্টা বাজাচ্ছে’

লালমনিরহাট আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: দিলীপ রায়/স্টার

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন করায় বিএনপির নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। এ কারণে মির্জা ফখরুল সকালে এক কথা আর বিকালে আরেক কথা বলছেন। বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

তিনি বলেন, '২১০০ সালকে লক্ষ্য রেখে বর্তমান সরকার একটি ডেল্টা প্ল্যান হাতে নিয়েছে এবং এই ডেল্টা প্ল্যানের কাজও শুরু হয়েছে। এ ডেল্টা প্ল্যানের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পও আছে।'

আজ শনিবার দুপুরে লালমনিরহাট আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'বিএনপি সারাদেশে নৈরাজ্য সৃষ্টি শুরু করে দিয়েছে। বিএনপি আবারও অগ্নি সংযোগ ও জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করে দিয়েছে। বিএনপির নৈরাজ্য দমন করতে সরকার যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত আছে।'

তথ্যমন্ত্রী বলেন, '২০০৯ সালের মাঝামাঝি থেকে বিএনপি নেতারা আ. লীগ সরকারের বিদায় ঘণ্টা বাজিয়ে চলেছেন। কিন্তু, তাতে কোনো লাভ হচ্ছে না। আ. লীগের বিদায় ঘণ্টা বাজাতে গিয়ে এখন বিএনপির বিদায় ঘণ্টা চূড়ান্ত পর্যায়ে বেজে উঠেছে।'

বিএনপির নৈরাজ্য ঠেকাতে প্রশাসনের পাশাপাশি আ. লীগ ও অঙ্গ সংগঠনের দলীয় নেতা-কর্মীদের সক্রিয় থাকার আহবান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।  

Comments

The Daily Star  | English

RMG leaders urge rate cuts, energy fixes as US tariffs loom

Industry leaders urged the government to urgently address these domestic constraints.

1h ago