শ্রীমঙ্গল থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।

আজ মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবির।

মরদেহ উদ্ধার করা ব্যক্তির নাম মো. জামু মিয়া (৪৫)। পেশায় তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। তিনি উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের শান্তি পাড়া এলাকার মৃত বারিক মিয়ার ছেলে।

ওসি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি গলা, হাত ও পা কাটা ছিল। ধারণা করা হচ্ছে, ভোররাতে তাকে হত্যা করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি শামীম অর রশিদ তালুকদার বলেন, 'এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'

Comments