৬০ হাজার ১৩৯ বাংলাদেশি হজযাত্রীর সবাই সৌদি পৌঁছেছেন

বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৩৯ জন হজযাত্রীর সবাই সৌদি আরব পৌঁছেছেন।
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৩৯ জন হজযাত্রীর সবাই সৌদি আরব পৌঁছেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস ও নাস এয়ারের মোট ১৬৪টি ফ্লাইটে তারা সৌদি আরব গেছেন।

আজ মঙ্গলবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়, বিমানের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬১ জন, সৌদিয়ার ৬৩টি ফ্লাইটে  ২৩ হাজার ৯১৪ জন ও নাস এয়ারের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন সৌদি আরব গিয়েছেন।

গত ৫ জুন ৪১০ হজযাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইট।

হজের ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই এবং তা ৪ আগস্ট পর্যন্ত চলবে।

বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, এ বছর মোট ৫৭ হাজার ৫৮৫ জন বাংলাদেশির হজ করার কথা ছিল। তাদের সঙ্গে পরে আরও ২ হাজার ৪১৫ জনের কোটা বাড়ায় সৌদি কর্তৃপক্ষ।

Comments