‘ইউক্রেনকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া হলে রাশিয়া আক্রমণের তীব্রতা বাড়াবে’

রুশ প্রেসিডেন্ট পুতিন।
রুশ প্রেসিডেন্ট পুতিন। ফাইল ছবি: রয়টার্স

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ রোববার পশ্চিমা বিশ্বকে সতর্ক করে জানান, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা শুরু করে, তবে রাশিয়া নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে।

বার্তা সংস্থা রয়টার্স আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেওয়া বক্তব্যে পুতিন জানান, যদি এরকম ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়, তবে আমরা এমন সব অঞ্চলকে লক্ষ্য করে আক্রমণ চালাবো, যেখানে এখনও হামলা চালানো হয়নি।

তবে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে রাশিয়া কোন অঞ্চলকে লক্ষ্যবস্তু বানাবে, সে বিষয়ে পুতিন বিস্তারিত জানাননি।

ইউক্রেন রুশ বাহিনীর শেষ ভাগে মজুদ রাখা সেনা ও অস্ত্রের ওপর সরাসরি হামলা চালানোর জন্য দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা সিস্টেম (এমএলআরএস) চেয়েছে, যার মধ্যে রয়েছে এম২৭০ ও এম১৪২ এইচআইএমএআরএস।

মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ইতোমধ্যে ইউক্রেনকে এইচআইএমএআরএস রকেট সিস্টেম সরবরাহ করার পরিকল্পনার কথা জানিয়েছেন। রাশিয়ার মূল ভূখণ্ডের ভেতরে থাকা কোনো লক্ষ্যবস্তুতে হামলা না করার শর্তে ইউক্রেনকে এসব অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র।

রুশ কর্মকর্তারা সতর্ক করেছেন, ইউক্রেনকে অত্যাধুনিক রকেট ব্যবস্থা দেওয়ার মার্কিন সিদ্ধান্তে সংঘর্ষের মাত্রা আরও বেড়ে যেতে পারে। তবে পুতিন জানান, এতে যুদ্ধক্ষেত্রে কোনো মৌলিক পরিবর্তন আসবে না।

পুতিন বলেন, 'আমি যা বুঝেছি, তা হল, যুক্তরাষ্ট্র ও অপর কিছু দেশ থেকে এই অত্যাধুনিক রকেট সিস্টেমের চালান দেওয়া হয়েছে তাদের সামরিক উপকরণের ক্ষয়ক্ষতি পূরণের জন্য।'

'এটা নতুন কিছু নয়। বস্তুত, এতে কোনো কিছুরই কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না', যোগ করেন পুতিন।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

41m ago