চালু হলো আন্তঃসীমান্ত সেতু, আরও কাছাকাছি রাশিয়া-চীন

ছবি: সংগৃহীত

রাশিয়া ও  চীন গতকাল শুক্রবার নতুন একটি আন্তঃসীমান্ত সেতু চালু করেছে। ধীরে ধীরে ঘনিষ্ঠ হতে থাকা প্রতিবেশী দেশ ২টি আশা করছে, মস্কো-বেইজিং বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আজ শনিবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদসংস্থা আরআইএর বরাত দিয়ে রয়টার্স আরও জানিয়েছে, আমুর নদীর ওপর নির্মিত এই সেতু রাশিয়ার ব্লাগোভেশচেনস্ক শহরকে ওপারে চীনের হেইহে শহরের সঙ্গে যুক্ত করেছে।

১ কিলোমিটারের বেশি দীর্ঘ এই সেতু নির্মাণে ১৯ বিলিয়ন রুবল বা ৩৪২ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে।

উদ্বোধনের ভিডিও ফুটেজে দেখা গেছে, আতশবাজির মধ্যে মালবাহী ট্রাক ২ লেনের সেতুটি অতিক্রম করছে। এর আগে সেতুটিকে রাশিয়া ও চীনের পতাকার রঙের ফেস্টুন দিয়ে সাজানো হয়।  

রুশ কর্তৃপক্ষ বলছে, বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে সেতুটি মস্কো ও বেইজিংকে আরও কাছাকাছি নিয়ে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার দূরপ্রাচ্যের ক্রেমলিন প্রতিনিধি ইউরি তুর্তনেভ বলেন, 'আজকের বিভক্ত বিশ্বে, রাশিয়া ও চীনের মধ্যবর্তী ব্লাগোভেশচেনস্ক -হেইহে সেতু একটি বিশেষ প্রতীকী অর্থ বহন করে।'

চীনের ভাইস প্রিমিয়ার হু চুনহুয়া বলেন, 'চীন সব ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে কার্যকরসহযোগিতা আরও গভীর করতে চায়।'

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

6h ago