সাক্কুর দাবি, ৯৮০ ভোট বেশি পেয়েছেন

কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে পরাজিত স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেছেন, ১০৫ ভোটকেন্দ্রের এজেন্ট সিটের যোগফলে তিনি ৯৮০ ভোট বেশি পেয়েছেন। তাই এই ফল তিনি প্রত্যাখ্যান করেছেন।
মনিরুল হক সাক্কু। ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে পরাজিত স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেছেন, ১০৫ ভোটকেন্দ্রের এজেন্ট সিটের যোগফলে তিনি ৯৮০ ভোট বেশি পেয়েছেন। তাই এই ফল তিনি প্রত্যাখ্যান করেছেন।

আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

কারচুপির মাধ্যমে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এর কিছুক্ষণ পর তিনি ফল ঘোষণাকেন্দ্র শিল্পকলা অডিটোরিয়াম থেকে বেরিয়ে যান।

আজ অনুষ্ঠিত কুমিল্লা সিটি নির্বাচনের বেসরকারি ফলাফলে ৫০ হাজার ৩১০ ভোট পেয়ে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত মেয়র নির্বাচিত হয়েছেন।

বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রাথী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

 

Comments