‘বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো তুর্কি নাগরিক মাঙ্কিপক্সে আক্রান্ত নন’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো তুর্কি নাগরিকের শরীরের উপসর্গ মাঙ্কিপক্সের নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমেদুল কবীর।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো তুর্কি নাগরিকের শরীরের উপসর্গ মাঙ্কিপক্সের নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমেদুল কবীর।

অধ্যাপক আহমেদুল কবীর দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি নিজেই রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করেছি। তার কোনো মাঙ্কিপক্স উপসর্গ নেই। তার শরীরে দীর্ঘমেয়াদী চর্মরোগজনিত ফুসকুড়ি আছে।'

এর আগে, ৩২ বছর বয়সী এই তুর্কি নাগরিককে আজ দুপুরে মহাখালী এলাকার সংক্রামক রোগ হাসপাতালে পাঠানো হয়। তিনি দুপুর ২টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানান।

Comments