ফ্যামিলি কার্ডে ৩০ মে পর্যন্ত পণ্য বিক্রি স্থগিত টিসিবির

টিসিবির পণ্য বিক্রি। স্টার ফাইল ফটো

আগামী ৩০ মে পর্যন্ত ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম স্থগিত করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রোববার এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ঢাকা (উত্তর ও দক্ষিণ) এবং বরিশাল সিটি করপোরেশনে ফ্যামিলি কার্ড প্রণয়ন ও বিতরণ কার্যক্রম চলমান। এসব কার্ড বিতরণ শেষ হলে শুধু ফ্যামিলি কার্ড দিয়ে টিসিবির পণ্য বিক্রি অব্যাহত থাকবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ১৬-৩০ মে পর্যন্ত স্বল্প পরিসরে সাধারণ ট্রাকসেল কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে টিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী জুন মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১ কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে টিসিবির ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, মশুর ডাল ও চিনি বিক্রি করা হবে।

এর আগে গত ২০ মার্চ থেকে মার্চে ও এপ্রিলে ২ ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করে টিসিবি।

মার্চে এ কার্যক্রম শুরু হলেও, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ১২ লাখ এবং বরিশাল সিটি করপোরেশনে ৯০ হাজার পরিবারকে কার্ড দেওয়া এখনো শেষ হয়নি।

Comments

The Daily Star  | English

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

10m ago