নিউইয়র্কে শেষ হলো ২ দিনের বৈশাখী উৎসব

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন। 
নিউইয়র্কে বাংলা বর্ষবরণ ১৪৩০ বঙ্গাব্দ উদযাপনে অন্তত ১০ হাজার বাঙালি জড়ো হয়েছিলেন। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে ২ দিনব্যাপী বৈশাখী উৎসব শেষ হয়েছে। ১৫ এপ্রিল নিউইয়র্ক সিটি মেয়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন। 

এনআরবি ওয়ার্ল্ডওয়াইড আয়োজিত বাংলা বর্ষবরণ ১৪৩০ বঙ্গাব্দ উদযাপনে অন্তত ১০ হাজার বাঙালি জড়ো হয়েছিলেন। এ উদযাপনে হল্যান্ড, জার্মানি, কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে অংশ নিয়েছেন শিল্পী-কলাকুশলী-দর্শক। 

সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে আবহমান বাঙালি সংস্কৃতির বিভিন্ন ধরনের পরিবেশনা এবং বৈশাখী মেলা। লায়লা হাসানের নেতৃত্বে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং কমলিনি মুখোপাধ্যায়সহ ৫ শতাধিক শিল্পী এ আয়োজনে অংশ নেন।

সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নিউইয়র্ক হয়ে উঠেছিল যেন এক টুকরো বাংলাদেশ। ছবি: সংগৃহীত

জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। বাংলাদেশিদের প্রশংসা করে তিনি বলেন, 'এখানে অজস্র মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি অভিভূত। আমেরিকার অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সেক্টরে যে ভূমিকা রাখছে তা অতুলনীয়।' 

এ সময় উৎসব স্মারক হিসেবে এরিক অ্যাডামসকে উত্তরীয় ও উৎসব পাঞ্জাবি উপহার দেন আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড সভাপতি বিশ্বজিত সাহা ও তোফাজ্জল লিটন। প্রধান সম্পাদক নুরুল বাতেন মেয়রের হাতে বাংলা নববর্ষ ১৪৩০ স্মারকগ্রন্থ তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত লেখক ড. নুরুন্নবী, সংগীত পরিচালক মহিতোষ তালুকদার তাপস এবং বাংলাদেশ ক্লাব যুক্তরাষ্ট্রের সভাপতি নুরুল আমিন বাবু। 

অনুষ্ঠানে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সৌন্দর্যের কথা তুলে এরিক অ্যাডামকে জানান, বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ। সার্বিকভাবে নিউইয়র্কে বাংলাদেশিদের পাশে থেকে সহযোগিতা থাকার জন্য মেয়রের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটি মেয়র অফিসের ডেপুটি কমিশনার দিলীপ চৌহান শত কণ্ঠে বর্ষবরণের গানের সঙ্গে নাচে অংশগ্রহণ করেন। 

শতকণ্ঠে বাংলা বর্ষবরণের আহ্বায়ক লায়লা হাসান বলেন, 'অন্তত ১০ হাজার লোকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এ আয়োজন সাম্প্রদায়িক ও মৌলবাদী জনগোষ্ঠীরা বন্ধ করে দিতে চেয়েছিল। বিশ্বের প্রতিটি প্রান্তে যেখানে বাংলাদেশিরা থাকবে সেখানেই এই উৎসব হবে।' 

এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি বিশ্বজিত সাহা বলেন, 'বাংলার বারওয়ারী মেলার নানান উপাদানসহ নানা ধরনের স্টল, শিশুদের যেমন খুশি চিত্রাঙ্কন, গরম গরম ইংলিশ ভেজে পান্তা ভাতের সঙ্গে পরিবেশন, সারাদিন বাংলা নাচ, গান, কবিতা, নাটক, বিদেশিদের কণ্ঠে বাংলা গান, মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ পুরো প্রাঙ্গণটি এক টুকরো বাংলাদেশ হয়ে উঠেছিল।' 

এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন বলেন, 'এবারের মতো আগামী বছরও বাংলা নতুন বছরের প্রথম দিন নিউইয়র্কের টাইমস স্কয়ারে আরও বড় আকারে উদযাপিত হবে।' 

 

Comments

The Daily Star  | English

8 killed as private car falls into roadside canal in Pirojpur

At least eight people, including four members of a family, died after a private car plunged into a roadside canal in Pirojpur early today

2h ago