বেনাপোল বন্দর থেকে ২৩০ ট্রাক চাল খালাস শুরু

চালের ওপর থেকে সরকার শুল্ক কর কমিয়ে নেওয়ায় পরপরই আজ সোমবার বেনাপোল বন্দর থেকে ২৩০ ট্রাক চাল খালাস শুরু হয়েছে।
বেনাপোল বন্দরে চাল খালাস চলছে। ছবি: সংগৃহীত

চালের ওপর থেকে সরকার শুল্ক কর কমিয়ে নেওয়ায় পরপরই আজ সোমবার বেনাপোল বন্দর থেকে ২৩০ ট্রাক চাল খালাস শুরু হয়েছে।

গত ৫ দিনে ১ হাজার ৬৯৫ মেট্রিক টন চাল প্রবেশ করেছে এ বন্দরে।

বড় ধরনের লোকসানের আশঙ্কায় প্রায় এক মাস ধরে বেনাপোল বন্দরে প্রায় ২ হাজার টন চাল খালাস বন্ধ রেখেছিলেন আমদানিকারকরা।

বৃদ্ধি পাওয়া চালের বাজারমূল্য স্বাভাবিক রাখতে এর আগে শুল্ক কমিয়ে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। গত ২৩ জুলাই থেকে চাল আমদানি শুরু হলেও বন্দর থেকে খালাস কার্যক্রম বন্ধ ছিল। শুল্ক কর প্রত্যাহারের আশায় দীর্ঘদিন ধরে বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে চালবোঝাই ট্রাক ফেলে রাখা হয়। চালের মূল্য বেড়ে যাওয়ায় সরকার গতকাল রাতে শুল্ক কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করলে স্বস্তি ফেরে ব্যবসায়ীদের মধ্যে।

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সরকার শুল্ক কর কমিয়ে দেওয়ায় নতুন করে চাল বাজারে ঢুকলে দাম কমবে বলে আশা করা যায়।'

'আমরা আজ থেকে চাল খালাস শুরু করেছি। আশাকরি বাজার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে', যোগ করেন তিনি।

আমদানিকারক আল মামুন ডেইলি স্টারকে বলেন, 'বর্তমানে বেনাপোল কাস্টমস হাউসে আমদানিকৃত প্রতি মেট্রিক টন মোটা চাল ৩৮০ মার্কিন ডলার ও চিকন চাল ৪৫০ মার্কিন ডলারে শুল্কায়ন হচ্ছে।'

বেনাপোল বন্দরের উপপরিচালক মনিরুজ্জামান ডেইলি স্টারকে বলেন, 'চালের জন্য বন্দরে ব্যস্ততা বেড়েছে। চাল যাতে দ্রুত খালাস করা যায়, সেজন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।'

'গত ৫ দিনে বন্দরে ১ হাজার ৬৯৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। ২৩ জুলাই থেকে চাল আমদানি শুরুর পর বন্দরে খালাসের অপেক্ষায় ভারতীয় চালবোঝাই ২৩০টি ট্রাক দাঁড়িয়ে ছিল। আজ সেসব চাল খালাস শুরু হয়েছে', বলেন তিনি।

Comments