২০২২ সালে চা উৎপাদন কমেছে ৩ শতাংশ

২০২২ সালে দেশে চা উৎপাদন আগের বছরের তুলনায় প্রায় ৩ শতাংশ কমেছে।
ছবি সংগৃহীত

২০২২ সালে দেশে চা উৎপাদন আগের বছরের তুলনায় প্রায় ৩ শতাংশ কমেছে।

রোববার বাংলাদেশ চা বোর্ডের (বিটিবি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে দেশে প্রায় ৯ কোটি ৪০ লাখ কেজি চা উৎপাদন হয়েছে।

তবে গত বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১০ কোটি কেজি।

বাংলাদেশ চা সমিতির চেয়ারম্যান এম শাহ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, '২০২২ সালের প্রথমার্ধে অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং দ্বিতীয়ার্ধে শ্রমিক অসন্তোষের জন্য কয়েক সপ্তাহের জন্য উৎপাদন বন্ধ ছিল।'

এসব কারণে উৎপাদন কমেছে এবং বছরের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, 'গত বছরের আবহাওয়া উষ্ণ ও শুষ্ক ছিল এবং এ কারণে বাগানে লাল মাকড়সার উপদ্রব দেখা দেয়। সে কারণে পাতা সংগ্রহ বন্ধও রাখতে হয়েছিল।'

একই মন্তব্য করেছেন চা বোর্ডের সিনিয়র প্ল্যানিং অফিসার সুমন শিকদারের।

মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকরা গত বছরের ৯ আগস্ট থেকে প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। ১৩ আগস্ট থেকে তারা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন। পরে ২৮ আগস্ট থেকে কাজে যোগ দেন।

Comments