ভারত থেকে ৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রামে জাহাজ

ভারত থেকে আমদানি করা ৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে আসা জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ছবি: সংগৃহীত

ভারত থেকে আমদানি করা ৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে আসা একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

আজ শনিবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির (প্যাকেজ-২) আওতায় ভারত থেকে আমদানি করা ৬ হাজার মেট্রিক টন সিদ্ধ  চাল নিয়ে এমভি ফু থানহ ৩৬ (mv PHU THANH 36) জাহাজটি চট্টগ্রাম  বন্দরে পৌঁছেছে।

জাহাজের চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাস কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।  

Comments

The Daily Star  | English

Yunus urges young people to engage more in politics

Yunus made the call when a group of young political activists from different political parties of Norway called on him at the state guest house Jamuna today

38m ago