ট্রাম্পের প্রতিষ্ঠানের শেয়ারের দাম হঠাৎ বাড়লো ১২ শতাংশ

ট্রাম্পের প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য বৃদ্ধি
ছবি: রয়টার্স ফাইল ফটো

যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগের দিন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক লাফে ১২ শতাংশ বেড়েছে।

গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের (ডিজেটি) শেয়ার এতটা বেড়ে যাওয়ার পেছনে কারণ কী তা আপাতদৃষ্টিতে জানা যায়নি।

এতে আরও বলা হয়, গত মার্চে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে আসার পর থেকেই এর শেয়ারের দামে তেজীভাব দেখা যায়।

গত তিন দিনে ৪১ শতাংশ দরপতনের আগে টানা পাঁচ সপ্তাহ প্রতিষ্ঠানটির শেয়ারের দাম চারগুণ বেড়েছিল।

বিশ্লেষকদের ভাষ্য, ট্রাম্প আবার নির্বাচিত হতে পারেন এমন ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে কাজ করে থাকতে পারে। এই সাবেক প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরে এলে তার ট্রুথ সোশ্যাল গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হয়ে উঠতে পারে।

প্রথমবার প্রেসিডেন্ট থাকার সময় ট্রাম্প সামাজিক মাধ্যম টুইটারের (বর্তমানে এক্স) মাধ্যমে প্রশাসনিক তথ্য আদান-প্রদান করলেও এবার নির্বাচিত হলে তিনি তার নিজস্ব সামাজিক মাধ্যম ব্যবহার করবেন।

তবে ডেমোক্রেটিক প্রার্থী বর্তমানের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচিত হলে ট্রুথ সোশ্যালের বাণিজ্যিক গুরুত্ব অনেক কমে যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টুইট নিয়ে বিতর্ক হওয়ায় টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিলে তিন বছর আগে তিনি নিজে যোগাযোগের জন্য ট্রুথ সোশ্যাল খোলেন।

 

Comments

The Daily Star  | English

Govt moves to clear Rooppur dues to Russia after US waiver

Central bank seeks nod from Washington after Russia's reply

10h ago