ইসলামী ব্যাংকের মালিকানা ছাড়ল ৩ কোম্পানি

ইসলামী ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, এস আলম গ্রুপ, শেয়ারবাজার,

ইসলামী ব্যাংক বাংলাদেশের ১৪ কোটির বেশি শেয়ার বা ৯ দশমিক শূন্য সাত শতাংশ শেয়ার বিক্রি করে ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে সরে গেছে ৩টি কোম্পানি। এই ৩টি কোম্পানি হলো- আরমাডা স্পিনিং মিলস লিমিটেড, কিংসওয়ে এনডেভারস লিমিটেড এবং ইউনিগ্লোব বিজনেস রিসোর্সেস লিমিটেড।

আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, এই ৩ কোম্পানির শেয়ার বিক্রির পর শেয়ারহোল্ডিং রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন ইসলামী ব্যাংকের স্পন্সর বা পরিচালকদের শেয়ারহোল্ডিং আগের মাসের তুলনায় ৫০ দশমিক ৯৭ শতাংশ থেকে কমে ৪১ দশমিক ৯০ শতাংশ হয়েছে।

ইসলামী ব্যাংক জানিয়েছে, জেএমসি বিল্ডার্সের মনোনীত আহসানুল আলমকে ব্যাংকটির শেয়ারহোল্ডার পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে।

২০১৭ সালে এস আলম গ্রুপ দেশের পুরোনো শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের দায়িত্ব গ্রহণ করে।

গত কয়েক মাসে ব্লক মার্কেটে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর শেয়ার উল্লেখযোগ্য হারে লেনদেন হয়েছে।

গত দুই কার্যদিবসে ব্লক মার্কেটে ১৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার বিশ্লেষকরা বলছেন, এই ৩টি করপোরেট প্রতিষ্ঠান চট্টগ্রামের একটি শীর্ষস্থানীয় গ্রুপের নিয়ন্ত্রণে আছে।

ডিএসইতে আজ ইসলামী ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩২ টাকা ৬০ পয়সায়।

Comments

The Daily Star  | English

Will resign if govt interferes in election process: CEC

He has issued a stern warning against any kind of irregularity ahead of the polls

1h ago