চট্টগ্রামে ২২ ধরণের অবৈধ ব্র্যান্ডের চা জব্দ

চট্টগ্রামে অভিযান চালিয়ে ২২ ধরণের অবৈধ ব্র্যান্ডের চা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম, চা, ভ্রাম্যমাণ আদালত,
ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে অভিযান চালিয়ে ২২ ধরণের অবৈধ ব্র্যান্ডের চা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় চা ব্যবসার বৈধ লাইসেন্স না থাকা, অনুমোদনহীন চা ব্র্যান্ড, নকল প্যাকেট ব্যবহার এবং চা কেনার বৈধ কাগজপত্র না থাকায় ৩টি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন আদালত।

আজ রোববার চা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার বিকেলে শহরের চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে নিজাম টি হাউজকে ৫০ হাজার, চট্টলা টি হাউজকে ২০ হাজার এবং ব্যবসায়ী আবুল কাশেমকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ব্যবসায়ীরা চা ব্যবসার বৈধ লাইসেন্স এবং চা ক্রয়-বিক্রয়ের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়া ২২ ধরণের অনুমোদনহীন অবৈধ ব্র্যান্ডের চা বাজারজাত করার প্রমাণ পায় যায়।

বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন বলেন, আমরা জানতে পারি চাক্তাই বাজারের কিছু অসাধু ব্যবসায়ী লাইসেন্স ছাড়া অনুমোদনহীন ব্র্যান্ডের চা প্যাকেটজাত করে দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে বাজারজাত করছে। এই তথ্য পাওয়ার পর অভিযান চালাই।

Comments