বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

আগামীকাল মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
ছবি: সংগৃহীত

বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বিশ্বকর্মা পূজা উপলক্ষে আজ সোমবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরে মালামাল লোড-আনলোড এবং খালাস প্রক্রিয়া অব্যহত আছে। স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার।

বেনাপোল বন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, সকাল থেকে এ পর্যন্ত চার হাজার যাত্রী পারাপার করেছে।

বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, আগামীকাল মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

Comments