বিএসএফের ‘বাধায়’ বেনাপোলে ট্রাক টার্মিনাল নির্মাণ কাজ বন্ধ

বিএসএফের ‘বাধায়’ বেনাপোলে ট্রাক টার্মিনাল নির্মাণ কাজ বন্ধ
বেনাপোল বন্দরে নির্মাণাধীন ট্রাক টার্মিনাল | ছবি: সংগৃহীত

বেনাপোল স্থলবন্দরের ১৬ একর জমির ওপর কার্গো ভেহিকেল ট্রাক টার্মিনালের একাংশের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বন্দর কর্তৃপক্ষ বলছে, এই সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা প্রয়োজন।

এ ব্যাপারে জানতে চাইলে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, বিএসএফ বন্দরের ভেহিকেল ট্রাক টার্মিনাল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বলে আমরা জেনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (যুগ্ম সচিব) জিল্লুর রহমান চৌধুরী জানান, গত ১১ দিন ধরে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বিষয়টির সুরাহা না হলে যথা সময়ে নির্মাণ কাজ শেষ হবে না।

'নির্মাণ কাজ চলাকালে বিএসএফ সদস্যরা শ্রমিকদের কাজ বন্ধ করে চলে আসতে বলে। শ্রমিকরা এসে আমাদের ঘটনাটি জানায়। সীমান্তের ১০০ গজের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণে তারা আপত্তি জানিয়েছে,' বলেন তিনি।

প্রকল্পের তথ্য অনুসারে, আগামী জুনে কার্গো ভেহিকেল ট্রাক টার্মিনালের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নির্মাণ কাজ শেষ হলে ভারতীয় পণ্যবোঝাই ট্রাকগুলো পণ্য আনলোডের জন্য সেখানেই অবস্থান করবে। টার্মিনালে একসঙ্গে এক হাজার ২০০টি ট্রাক দাঁড়াতে পারবে।

উভয় দেশের স্থলবন্দর কর্তৃপক্ষ, বিজিবি ও বিএসএফের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago