৯ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত

রপ্তানিকারক দেশ থেকে ৯ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
ছবি: সংগৃহীত

রপ্তানিকারক দেশ থেকে ৯ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ বুধবার দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

৯ লাখ মেট্রিক টনের মধ্যে ৪ লাখ মেট্রিক টন চাল খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) রপ্তানিকারক দেশ থেকে কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

আর বাকি ৫ লাখ মেট্রিক টন চাল খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আমদানির জন্য দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকা বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন করার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

Comments