অর্ধাঙ্গিনী শক্তিশালী গল্পের সিনেমা: জয়া আহসান

বাংলাদেশ ও ভারতে বাংলা চলচ্চিত্রের দর্শক নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত নতুন সিনেমা অর্ধাঙ্গিনী মুক্তির তারিখ ঘোষণা হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। আগামী ২ জুন কলকাতায় এটি মুক্তি পাচ্ছে।
জয়া আহসান। ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার

বাংলাদেশ ও ভারতে বাংলা চলচ্চিত্রের দর্শক নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত নতুন সিনেমা অর্ধাঙ্গিনী মুক্তির তারিখ ঘোষণা হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। আগামী ২ জুন কলকাতায় এটি মুক্তি পাচ্ছে।

আজ রোববার সকালে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন জয়া আহসান।

সিনেমাটির সম্পর্কে তিনি বলেন, 'একটা শক্তিশালী গল্পে অভিনয় করেছি। দুজন নারীর স্ট্রং গল্প তুলে ধরা হয়েছে। অবশ্যই নতুন আমাকে দেখতে পারবেন দর্শকরা।'

তিনি আরও বলেন, 'কৌশিক গঙ্গোপাধ্যায় অসাধারণ কাজ করেন, অনেক যত্ন করে কাজ করেন। তার সঙ্গে কাজ করে দারুণ সব অভিজ্ঞতা হয়েছে।'

অর্ধাঙ্গিনী সিনেমার শুটিং হয়েছে বেশ আগে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে সিনেমাটির কাজ আটকে ছিল।

জয়া আহসান এক প্রশ্নের উত্তরে বলেন, 'কোভিডের কারণে অনেক সিনেমা আটকে আছে। তার মধ্যে এটি একটি। অনেক সুন্দর পরিবেশে এবং সুন্দর করে কাজটি শেষ করেছিলাম। এখন মুক্তি পাচ্ছে। আমি আনন্দিত।'

তিনি আরও বলেন, 'মুক্তি উপলক্ষে অবশ্যই কলকাতায় যাব। অর্ধাঙ্গিনীর প্রচারে অংশ নেব। প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সঙ্গে আনন্দ ভাগ করে নেব। আমার বিশ্বাস দর্শকরা ভালো কিছু অবশ্যই পাবেন এবং সবচেয়ে বড় কথা ভীষণ সুন্দর একটি গল্প পাবেন।'

জয়া আহসান ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন চূর্ণী, অম্বরীশ ভট্রাচার্য, পূরব শীলসহ আরও অনেকে।

অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে জয়া আহসান বলেন, 'এক কথায় সবার সঙ্গে অভিনয় করে ভালো লেগেছে। সবাই খুব ভালো অভিনয় করেছেন। শিল্পী জীবনে ভালো কিছু অভিজ্ঞতা হয়েছে।'

এর আগে জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় 'বিজয়া' এবং 'বিসর্জন' সিনেমায় অভিনয় করে তুমুল প্রশংসিত হয়েছেন।

এদিকে জয়া আহসান অভিনীত 'পেয়ারার সুবাস' সিনেমাটি সম্প্রতি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

'পেয়ারার সুবাস' সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'এটা আমার জন্য এবং আমাদের দেশের সিনেমার জন্য একটি ইতিবাচক দিক। এভাবেই দেশের সিনেমা ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে।'

জয়া আহসান অভিনীত আরো বেশ কয়েকটি নতুন সিনেমা বাংলাদেশ ও ভারতে মুক্তির অপেক্ষায় রয়েছে। হাসান আজিজুল হকের গল্প নিয়ে নির্মিত 'নকশী কাঁথার জমিন' মুক্তির আগেই ভারতের একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে।

Comments