‘সারা জীবন দর্শকদের ভালোবাসা নিয়েই পথ চলতে চাই’

মাহীয়া মাহীর বিপরীতে ভালোবাসার রং সিনেমা দিয়ে যাত্রা শুরু করেন তিনি। তারপর থেকে টানা অভিনয় করে যাচ্ছেন। তার নতুন তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
ঢালিউডের নায়ক বাপ্পী চৌধুরী। ছবি: সংগৃহীত
ঢালিউডের নায়ক বাপ্পী চৌধুরী। ছবি: সংগৃহীত

সম্প্রতি ঢালিউডের নায়ক বাপ্পী চৌধুরীর ক্যারিয়ারের ১১ বছর পূর্ণ হয়েছে। আগামী দিনগুলোতে দর্শকদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান তিনি। 

মাহীয়া মাহীর বিপরীতে ভালোবাসার রং সিনেমা দিয়ে যাত্রা শুরু করেন তিনি। তারপর থেকে টানা অভিনয় করে যাচ্ছেন। তার নতুন তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

পূজার ছুটির জন্য আপাতত শুটিং করছেন না। পূজা শেষে নতুন করে ফিরবেন সিনেমার শুটিংয়ে।

বাপ্পী বলেন, 'পূজার ছুটিতে বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ানোর মতো আনন্দ  আর কিছুতে নেই। প্রতি বছর শারদীয় দুর্গাপূজায় এই কাজটি করি আমি। এবারও পরিকল্পনা করেছি। জেলায়  জেলায় ঘুরব। ইচ্ছে আছে তিন থেকে চারটি জেলায় ঘুরব।

'এবারের পূজার ছুটিতে কুমিল্লা, নরসিংদী  ও যশোর যাব। এছাড়া আমার নিজের জেলা নারায়ণগঞ্জেও কয়েকটি পূজামণ্ডপে যাব', যোগ করেন তিনি।

জেলায় জেলায় ঘোরার বিশেষ কারণ কি? এ প্রশ্নের জবাবে বাপ্পী  বলেন, 'ভালো লাগা থেকে কাজটি করি। সারা বছর শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয়। চাইলেও তখন  ঘুরতে পারি না। কিন্তু পূজার সময় এটার অপেক্ষায় থাকি। অন্যরকম একটা শান্তি কাজ করে।'

বাপ্পী বলেন, 'জেলায় জেলায় আমার ভক্তরা আছে, তাদের সঙ্গে দেখা হয় । তাদের কাছে পেয়ে আমার যেমন ভালো লাগে, ভক্তরাও খুব খুশি হন।  ভক্তদের আন্তরিকতা ও ভালোবাসা সরাসরি পাওয়া যায়। এই আনন্দের সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না।'

যশোরের কথা আলাদা করে উল্লেখ করেন বাপ্পী। সেখানে হাজারো মানুষ তার সঙ্গে দেখা করতে আসে।

বাপ্পী চৌধুরী। ছবি: সংগৃহীত
বাপ্পী চৌধুরী। ছবি: সংগৃহীত

তিনি বলেন, 'বাংলাদেশের যে কয়টি জায়গায় বড় বড় পূজা হয়ে আসছে তার মধ্যে যশোর একটি। অসংখ্য মানুষ আসেন সেখানে। কয়েক বছর ধরে আমিও যাই। এত মানুষের ভিড়ে  পূজার আনন্দ উপভোগ করতে ভালো লাগে।'

কুমিল্লার প্রসঙ্গে আসতেই তিনি বলেন, 'কুমিল্লায় আমার একজন দাদা আছেন। তার বাড়িতে যাই। ওখানকার আতিথেয়তায় মুগ্ধ হই।'

নারায়ণগঞ্জের পূজা প্রসঙ্গে বাপ্পী বলেন, 'নারায়ণগঞ্জের পূজার একটা ঐতিহ্য আছে। শান্তিপূর্ণভাবে এখানে পূজা উদযাপিত হয়ে আসছে। এবারও হবে।'

'পূজার আনন্দ সবার জন্য। এটা সার্বজনীন পূজা। সবখানে শান্তি বিরাজ করুক,  এটাই চাই', যোগ করেন তিনি।

সিনেমার প্রসঙ্গে বাপ্পী বলেন, '১১ বছর পূর্ণ করলাম ক্যারিয়ারের চলতি মাসে। এটা আমার জন্য বড়  অ্যাচিভমেন্ট। দর্শকদের ভালোবাসা প্রথম সিনেমায় পেয়েছিলাম। তারপর থেকে টানা অভিনয় করছি। সারাজীবন দর্শকদের ভালোবাসা নিয়েই পথ চলতে চাই।'

" layout="left"]

 

Comments