প্রথমবার ওটিটিতে তাহসান, থাকছেন মিথিলাও

ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে অভিনেতা হিসেবে বহুবার টেলিভিশনে দেখা গেলেও প্রথমবারের মতো তার অভিষেক ঘটছে ওটিটি প্ল্যাটফর্মে।

আরিফুর রহমানের পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ 'বাজি' নিয়ে আসছেন তিনি। এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি না, তা জানা যায়নি। তবে ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গল্পটি গড়ে উঠেছে বলে জানা গেছে।

সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার, রাফিয়াত রশিদ মিথিলাসহ অনেকে।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

3h ago