অভিনয়জীবনের ২৫ বছর পূর্তিতে যা বললেন নাদিয়া

নাদিয়া আহমেদ। ছবি: শেখ মেহেদি মোর্শেদ/স্টার

নৃত্যশিল্পী, মডেল ও অভিনয়শিল্পী নাদিয়া আহমেদ। অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। নৃত্যশিল্পী হিসেবে ঘুরেছেন বহু দেশ। দেখতে দেখতে অভিনয়ে তার পথচলার ২৫ বছর পূর্ণ হলো।

২৫ বছরের অভিনয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কী, জানতে চাইলে নাদিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, মানুষের ভালোবাসা ও সম্মান বড় অর্জন ২৫ বছরে। যেখানেই যাই মানুষের ভালোবাসা পাই। মানুষ সম্মান করেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে গেলেও মানুষ অসম্ভব ভালোবাসেন। বিদেশের মাটিতে গেলেও প্রবাসীদের সম্মান ও ভালোবাসা পাই।

নাদিয়া আরও বলেন, আমি মনে করি অভিনয়জীবনের ২৫ বছরের পথচলায় মানুষের ভালোবাসা ও সম্মানটাই বেশি পাচ্ছি। এর চেয়ে বড় প্রাপ্তি কী আর হতে পারে? শিল্পীজীবনকে সমৃদ্ধ করেছে এই ভালোবাসা।

সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাদিয়া বলেন, আমার ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত সাংবাদিক ভাই-বোনদের প্রচন্ড সহযোগিতা পেয়েছি। এটা কখনোই ভুলব না। সারাজীবন মনে থাকবে।

নাদিয়া আহমেদ। ছবি: স্টার

ক্যারিয়ারের এতদূর আসার পেছনে কার অবদান বেশি, তা নিয়ে নাদিয়া বলেন, আমার মায়ের অবদানই বেশি। মা আমার জন্য অনেক করেছেন। মা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা একজন মানুষ। তার অসম্ভব সাপোর্ট ছিল, চেষ্টা ছিল। যেজন্য আমি শোবিজে কাজ করতে পেরেছি। মায়ের সাপোর্টের কথা বলে শেষ করতে পারব না।

২৫ বছরের পথচলায় কোনো অপূর্ণতা কাজ করে কী? এমন প্রশ্ন এই অভিনেত্রী বলেন, না। দর্শকদের ভালোবাসা পেয়েছি। এখনো পাচ্ছি। অনেকরকম চরিত্রে অভিনয় করেছি। নাচ নিয়ে অসংখ্য পুরস্কার পেয়েছি।

'এখনো অভিনয় করে যাচ্ছি এবং ভালোভাবেই করে যাচ্ছি। আমি নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী। অভিনয়ে বিরতি নিইনি। টানা ২৫ বছর অভিনয় করে যাচ্ছি।'

তিনি আরও বলেন, অভিনয় অঙ্গনের সব মানুষের ভালোবাসা পেয়েছি। সিনিয়রদের স্নেহ পেয়েছি। সমসাময়িকদের সবার সঙ্গেই সুন্দর সম্পর্ক। জুনিয়ররাও সম্মান করেন। সবাই মিলে আমরা একটা পরিবারের মতো।

নাদিয়া আহমেদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

'পরিশ্রমের কোনো বিকল্প নেই। কখনো শুটিংয়ে দেরি করে যাইনি। সততার সঙ্গে কাজ করে যাচ্ছি।'

সবশেষে তিনি বলেন, অভিনয় আমার কাছে ভীষণ প্রিয়। অভিনয় আমার ভালোবাসা। ২৫ বছরের জার্নিতে অভিনয়ের প্রতি ভালোবাসা কমেনি, বরং বেড়েছে।

Comments

The Daily Star  | English

NY officials honour ‘hero cop’ Didarul in Manhattan shooting

Officials said he had migrated to the US from Bangladesh, had two children and his wife was expecting a third

27m ago