পূজা যাচ্ছেন যুক্তরাষ্ট্রে, যাচ্ছেন না শাকিব

চিত্রনায়িকা পূজা চেরি গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ছবি তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘অবশেষে আমি এটা পেলাম।’
শাকিব খান ও পূজা চেরি। ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার

চিত্রনায়িকা পূজা চেরি গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ছবি তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে লেখেন, 'অবশেষে আমি এটা পেলাম।'

সঙ্গে তার মা ঝর্ণা রায়ের ভিসা পাওয়ার ছবিও ফেসবুকে পোস্ট করেন তিনি। যদিও পরে সেটা মুছে দিয়েছেন ফেসবুক থেকে।

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ঢাকাস্থ আমেরিকান দূতাবাস থেকে ভিসা পেয়েছেন পূজা ও তার মা।

ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে যোগ দিতে আগামী ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে পূজা চেরির।

এই আয়োজনে আরও যোগ দেওয়ার কথা রয়েছে তাহসান, চঞ্চল চৌধুরী, ইমন, ফারিয়া শাহরিন, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মেহজাবীন, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, জিয়াউল হক পলাশসহ অনেকেরই।

এই আয়োজনে শাকিব খানের যোগ দেওয়ার কথা থাকলেও তিনি যাচ্ছেন না বলে জানা গেছে। শাকিব খানের ঘনিষ্ঠ একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Comments