পূজায় নিপুণের পছন্দ নাড়ু ও সন্দেশ

দুর্গাপূজার দিনগুলোতে চলচ্চিত্র অভিনেত্রী নিপুণ দুটো খাবার খুব পছন্দ করেন। একটি হচ্ছে নাড়ু, আরেকটি সন্দেশ। সেই ছোটবেলা থেকে এই অভ্যাস নিপুণের।
নিপুণ। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

দুর্গাপূজার দিনগুলোতে চলচ্চিত্র অভিনেত্রী নিপুণ দুটো খাবার খুব পছন্দ করেন। একটি হচ্ছে নাড়ু, আরেকটি সন্দেশ। সেই ছোটবেলা থেকে এই অভ্যাস নিপুণের।

নিপুণ বলেন, 'পূজায় নাড়ু ও সন্দেশ আমাকে খুব টানে। সেজন্য পূজায় নাড়ু ও সন্দেশ খেতে পছন্দ করি। এটা অনেক দিনের অভ্যাস। আমার আব্বা ছিলেন সরকারি কর্মকর্তা। ডিসি ছিলেন তিনি। ছোটবেলা থেকে দেখে আসছি আব্বা কীভাবে পূজার সময় নানা জায়গায় যেতেন,মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতেন। আমাকেও নিয়ে যেতেন। সেই সময় থেকে জেনে আসছি উৎসব সবার । নাড়ু ও সন্দেশ তখন থেকে প্রিয়।'

প্রতি বছর পূজায় সময়ে নিপুণ বনানী মণ্ডপে যান। অনেকের সঙ্গে দেখা করেন, শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, 'আমার বাসার খুব কাছেই বনানী পূজা মণ্ডপ। খুব ভালো লাগে ওখানে গেলে। আজ বা কাল ওখানে যাব। আমরা বাঙালি, সব ধমের মানুষ মিলেমিশে এদেশে বসবাস করি। সবার সঙ্গে সম্প্রীতি- এটাই হোক আমাদের জীবনের ব্রত। ধর্ম যার যার উৎসব সবার।'

এবারের পূজা উপলক্ষে ২ দিন আগে নিপুণ নরসিংদী যান। সেখান থেকে নিমন্ত্রণ পেয়েছিলেন। নিমন্ত্রণ রক্ষা করতেই প্রবল বৃষ্টি দেখতে দেখতে নরসিংদী পৌঁছান তিনি।

নিপুণ বলেন, 'নরসিংদীতে এতোটা ভালোবাসা পাব ভাবিনি। আমি আপ্লুত। বাপ্পী সাহা আমাকে নিমন্ত্রণ করেছিলেন। ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। নরসিংদীতে দীর্ঘ একটি পূজা মণ্ডপ করা হয়েছে, নৌকার মতো করে। দেখতে ভীষণ ভালো লেগেছে। আমি মুগ্ধ। তাদের আপ্যায়নে মুগ্ধ হয়েছি। অনেকদিন মনে থাকবে।'

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে নিপুণ অভিনীত বীরত্ব সিনেমাটি। এছাড়া ফেরদৌসের বিপরীতে সুজন মাঝি সিনেমায় অভিনয় করেছেন। এটি পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু।

Comments