ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন রটালে আইনি ব্যবস্থা, পূজা চেরির হুঁশিয়ারি

চিত্রনায়িকা পূজা চেরি তার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন রটালে এবার আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
পূজা চেরি। ছবি: স্টার

চিত্রনায়িকা পূজা চেরি তার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন রটালে এবার আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

তার সঙ্গে শাকিব খানের সঙ্গে সম্পর্কের গুজব ছড়িয়েছেন অনেকে। এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পূজা চেরি লিখেছেন, 'কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই; যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক। ব্যক্তিগতভাবেও এই বিষয়টি আমি ভীষণ বিরক্ত। আমার মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার।'

তিনি আরও লিখেন, 'যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন। কোনো রকম সত্য মিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি, দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিয়ে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক।'

 

Comments

The Daily Star  | English

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

2h ago