আমাদের সম্পর্ক ৩ বছরের, যখন কিছু হবে সবাই জানতে পারবেন: সোহানা সাবা

Sohana Saba
অভিনেত্রী সোহানা সাবা। ছবি: শাহরিয়ার কবির হিমেল

চলচ্চিত্র নায়িকা সোহানা সাবা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গেছেন। দূরদেশে বেশ ফুরফুরে মেজাজে আছেন তিনি। 

প্রতিদিন ফেসবুকে নতুন নতুন ছবি ও ভিডিও শেয়ার করছেন। ঘুরে বেড়াচ্ছেন ইচ্ছেমতো।

গতকাল দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেন কবরী পরিচালিত আয়না সিনেমাখ্যাত এই অভিনেত্রী। তিনি বলেন, 'ভীষণ ভালো লাগছে আমেরিকায় এসে। অনেক ঘুরছি। অনেক আনন্দ করছি। যদিও প্রথমবার এসেছি, কিন্ত ভালো লাগাটা কাজ করছে বেশি।'

কোথায় কোথায় ঘুরেছেন ইতোমধ্যে ?

এই প্রশ্নের জবাবে সোহানা সাবা বলেন, 'এখন পর্যন্ত চারটি অঙ্গরাজ্যে গিয়েছি। যেখানে যাচ্ছি সেখানেই নতুন নতুন দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছি। এতবড় দেশ অল্প দিনে ঘুরে শেষ করা সম্ভব নয়। তারপরও যতটা পারছি ঘুরছি।'

সোহানা সাবা
ভিন্নরূপে স্টার শোবিজ-এ আসায় দেশে-বিদেশে আলাদা ভাবে সবার নজরে আসেন সোহানা সাবা। ছবি: দ্য ডেইলি স্টার

প্রবাসী বাঙালিদের বিষয়ে তিনি বলেন, 'অনেকের সঙ্গে দেখা হচ্ছে। কেউ কেউ ফোন করছেন। অভিনেত্রী মিলা আপু বাসায় নিমন্ত্রণ করেছেন। নিউইয়র্কে এসে প্রতিদিন নিমন্ত্রণ পাচ্ছি। এটা অনেক খুশির। অনেক আনন্দের।  সবার নিমন্ত্রণ রক্ষা করতে পারব কি না জানি না, তারপরও খুশি আমি এতটা ভালোবাসা পেয়ে।'

শোবিজে কাজ করার পাশাপাশি সোহানা সাবা লেখালেখিও করেন। এর মধ্যে একটি উপন্যাস লিখেছেন, যা প্রকাশের অপেক্ষায় রয়েছে। আগামী বই মেলায় প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি কবিতাও লেখেন।

এবার যুক্তরাষ্ট্রে যেয়ে কয়েকটি কবিতা লিখেছেন। নিজের লেখা কবিতা সাগরপাড়ে দাঁড়িয়ে আবৃওি করেছেন। যার ভিডিও শেয়ার করেছেন তার ফেসবুকে।

সোহানা সাবা বলেন, 'কবিতা হয়েছি কি না জানি না, কিন্ত আমি আমার অনুভূতি প্রকাশ করেছি । সেগুলো আবার আমার ফেসবুকে শেয়ারও করেছি। অনেকেই ভালো বলেছেন।'

প্রচুর ছবি তুলছেন, কে তুলে দিচ্ছে আপনার ছবি? 

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। ছবি: স্টার
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। ছবি: স্টার

এমন প্রশ্ন শুনে হাসেন সোহানা সাবা। তারপর চুপ করে থাকেন। প্রশ্নটি এড়িয়ে যান তিনি।

যুক্তরাষ্ট্রে সদ্য শেষ হওয়া সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন সোহানা সাবা। এ বিষয়ে তিনি বলেন, ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে ভালো লেগেছে।

দুই বাংলা থেকে অনেক শিল্পী উপস্থিত হয়েছিলেন। দুই বাংলার শিল্পীদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে তোলার দারুণ উদ্যোগ ছিল এটি।

সবশেষে সাবার কাছে জানতে চাওয়া হয় প্রেম-ভালোবাসা-বিয়ে নিয়ে।

জবাবে তিনি বলেন, 'সম্পর্ক আছে। আগেও বলেছি। আমাদের সম্পর্ক তিন বছরের। সুন্দর একটা সম্পর্ক আছে । যখন কিছু হবে সবাই জানতে পারবেন।'

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia returns home from London

Khaleda Zia, accompanied by her two daughters-in-law Zubaida Rahman and Syeda Sharmila Rahman, is now on way to her Gulshan residence

2h ago