দ্বিতীয় সপ্তাহে হল বাড়ল ১৯টি, ‘হাওয়া’ এখন ৪১ হলে

হাওয়া
হাওয়া প্রথম সপ্তাহে দর্শকদের মন জয় করেছে। ছবি: সংগৃহীত

২৯ জুলাই মুক্তি পাওয়া 'হাওয়া' সিনেমার হল বেড়েছে ১৯টি। আগামীকাল শুক্রবার থেকে ঢাকাসহ সারাদেশে মোট ৪১টি হলে `হাওয়া' দেখতে পারবেন দর্শকরা।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আজ বৃহস্পতিবার বিকেলে দ্য ডেইলি স্টারকে তথ্যটি নিশ্চিত করেছে।

হাওয়ার দ্বিতীয় সপ্তাহের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে ইতোমধ্যে। কোনো কোনো হলে আগামী ২-৩ দিনের টিকিট নেই। 

নারায়ণগঞ্জ শহরের সিনেস্কোপে 'হাওয়া' এক সপ্তাহ খুব ভালো চলেছে। হাউসফুল গেছে অনেকগুলো শো। দ্বিতীয় সপ্তাহের প্রথম ২ দিনের টিকিট বিক্রি শেষ হয়েছে ইতোমধ্যে। তৃতীয় দিনের এবং পুরো সপ্তাহের অগ্রিম টিকিট কিনে রাখছেন কোনো কোনো দর্শক।

ছবি: সংগৃহীত

দ্য ডেইলি স্টারকে সিনেস্কোপের নির্বাহী পরিচালক রবি বলেন, 'হাওয়া মুক্তির প্রথম সপ্তাহে অভাবনীয় সাড়া পেয়েছি। দ্বিতীয় সপ্তাহেও আশা করছি একই রকম সাড়া পাব।'

গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্সে 'হাওয়া' প্রথম সপ্তাহ পার করে দ্বিতীয় সপ্তাহেও চলবে।

এই হলের ম্যানেজার আজাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'দ্বিতীয় সপ্তাহের প্রথম ৩ দিনের টিকিট বিক্রি হয়ে গেছে। পুরো সপ্তাহজুড়ে এরকমই সাড়া পাব আশা করছি।'

হাওয়া
‘হাওয়া’ চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ রুটস সিনেক্লাবের দ্বিতীয় সপ্তাহের ৭০ ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে। হল কর্তৃপক্ষ আশা করছেন শতভাগ টিকিট বিক্রি হয়ে যাবে।

রুটসের পরিচালক আতিক আজ বিকেলে দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাওয়া সিনেমা দারুণ সাড়া ফেলেছে আমাদের হলে। দ্বিতীয় সপ্তাহের টিকিট বিক্রিতে এতটা সাড়া পাব ভাবিনি। ৭০ ভাগ টিকিট বিক্রি শেষ হয়েছে।'

ঢাকার সিনেপ্লেক্সগুলোতে হাওয়া প্রথম সপ্তাহে তুমুল সাড়া পেয়েছে দর্শকদের কাছ থেকে। সিনেপ্লেক্সগুলোর কর্তৃপক্ষ প্রত্যাশা করছে, দ্বিতীয় সপ্তাহেও এ ধারা অব্যাহত থাকবে।

হাওয়া
বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘হাওয়া’ সিনেমা দেখতে দর্শকদের ভিড় ছবি: স্টার

চট্টগ্রাম শহরের ৩টি সিনেমা হলে হাওয়া পুরো এক সপ্তাহ ব্যাপক সাড়া ফেলেছে। দ্বিতীয় সপ্তাহেও চলবে হাওয়া। চট্টগ্রাম শহরের সিলভার স্ক্রিনের কর্ণধার ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের হলে হাওয়ার ঝড় এখনও বইছে। দ্বিতীয় সপ্তাহের অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় আমরা দারুণ আশাবাদী হয়ে উঠছি।'

হাওয়া সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, 'হাওয়া প্রথম সপ্তাহে দর্শকদের মন জয় করেছে। দ্বিতীয় সপ্তাহের একই রকম সাফল্য পাবে, এটাই চাওয়া।'

এই সিনেমার অভিনেত্রী নাজিফা তুষি বলেন, 'হাওয়া ঝড় বয়ে চলুক সারাদেশে। সেইসঙ্গে ঢাকাই সিনেমার সুদিন ফিরে আসুক।'

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

15h ago