পূজায় প্রথমবার শ্বশুরবাড়ি মিম

ছোটবেলায় কুমিল্লা শহরে অনেকটা সময় কাটিয়েছেন বিদ্যা সিনহা মিম। তার বাবা ওই শহরের একটি কলেজে অধ্যাপনা করেছেন। কুমিল্লা শহরকে ঘিরে অনেক মধুর স্মৃতি রয়েছে মিমের। বিশেষ করে শারদীয় দুর্গাপূজার সময় দারুণ সময় কাটিয়েছেন সেখানে।
বিদ্যা সিনহা মিম ও সনী পোদ্দা। ছবি: সংগৃহীত

ছোটবেলায় কুমিল্লা শহরে অনেকটা সময় কাটিয়েছেন বিদ্যা সিনহা মিম। তার বাবা ওই শহরের একটি কলেজে অধ্যাপনা করেছেন। কুমিল্লা শহরকে ঘিরে অনেক মধুর স্মৃতি রয়েছে মিমের। বিশেষ করে শারদীয় দুর্গাপূজার সময় দারুণ সময় কাটিয়েছেন সেখানে।

মিমের বর সনী পোদ্দারের বাড়িও কুমিল্লায়। পূজা উপলক্ষে আগামীকাল সনীর সঙ্গে শ্বশুরবাড়ি যাচ্ছেন সাবেক এই লাক্স তারকা। এজন্য অনেক উচ্ছ্বসিত ও আনন্দিত তিনি।

এ বিষয়ে মিম দ্য ডেইলি স্টারকে বলেন, আমার জীবনে প্রথমবার শারদীয় দুর্গাপূজায় শ্বশুরবাড়ি যাচ্ছি। আশা করছি দারুন সময় কাটবে। শ্বশুরবাড়ির সবার সঙ্গে দেখা হবে। আমার জীবনে এটা স্মরণীয় হয়ে থাকবে। এজন্য অন্যরকম অনুভূতি কাজ করছে।

মিম আরও বলেন, পূজা উপলক্ষে সবার জন্য আগেই কেনাকাটা সেরে নিয়েছি। অনেককে উপহার দিয়েছি। আমিও উপহার পেয়েছি। শারদীয় পূজাটা সত্যিই স্পেশাল আমাদের জন্য।

এদিকে ঢাকায় পূজা উপলক্ষে মণ্ডপে গিয়েছিলেন মিম। অনেকের সঙ্গে দেখা হয়েছে এবং পূজার শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি বলেন, পূজা সবার জন্য মঙ্গল বয়ে নিয়ে আসুক। সবখানে শান্তি বিরাজ করুক।

 

Comments

The Daily Star  | English

LPG tanker in Chattogram still burning after 13 hours

9-member probe body formed by Chittagong Port Authority

5h ago