ভারত থেকে প্রথম ওয়েব সিরিজের খবর দিলেন মিম

বিদ্যা সিনহা মিম। ছবি: স্টার

বিদ্যা সিনহা মিম। ঢাকাই শোবিজের আলোচিত ও দর্শকপ্রিয় তারকা। কলকাতায় সিনেমা করেও দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছেন। পরাণ ও দামাল সিনেমা দিয়ে এখনো আলোচনায় রয়েছেন তিনি। বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন সাবেক এই লাক্স সুপারস্টার। সেখানে নতুন সিনেমা মানুষ এর শুটিং করছেন।

কলকাতায় মানুষ সিনেমার দ্বিতীয় লটের শুটিং করছেন মিম। বিপরীতে আছেন জিৎ। এই নায়কের সঙ্গে আগেও সিনেমা করেছেন। এদিকে ঢাকার শোবিজপাড়ায় খবর রটেছে মিম প্রথমবারের মতো তার ক্যারিয়ারে ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন।

এই খবরের সত্যতা জানার জন্য মিমের সঙ্গে যোগাযোগ করা হয়।

ভারত থেকে মিম দ্য ডেইলি স্টারকে বলেন, খবরটি সত্যি। প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছি। এখন এটুকুই বলতে চাই। কাজটি করছি এটাই বড় কথা। এটুকু বলতে পারি ভালো কিছু হতে যাচ্ছে।

মিম আরও বলেন, আমার ক্যারিয়ার এক যুগ পার হয়েছে আরও আগে। সবার ভালোবাসা ও নিজের পরিশ্রম, সততা নিয়ে অভিনয় করে যাচ্ছি। কাজেই প্রথম ওয়েব সিরিজ নিয়ে আনন্দ কাজ করবেই। আমি মনে করি ক্যারিয়ারে ভালো কিছু হতে চলেছে।

দর্শকরা প্রথম ওয়েব সিরিজে ভালো কিছু দেখতে পারবেন। সেভাবেই প্রস্তুতি নিয়ে কাজটি করব। যোগ করেন মিম। মিম অভিনীত প্রথম ওয়েব সিরিজটি ওটিটি প্লাটফর্ম হইচইয়ের ব্যানারে নির্মিত হবে। পরিচালনা করবেন সানী সানোয়ার।

এদিকে মিম অভিনীত গতবছরের প্রশংসিত সিনেমা দামাল গতকাল প্রদর্শিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এই সিনেমায় মিমের চরিত্রটি ব্যাপকভাবে প্রশংসা কুড়িয়েছে দর্শকদের মাঝে।

এ বিষয়ে মিম বলেন, আজ দামাল দেখানোর বিষয়টি জেনেই ভালো লাগছে। দর্শকরা সিনেমা দেখুন এবং ভালোলাগার কথাটি শেয়ার করুন। ভালো গল্পের সিনেমা এটি। দামালের চরিত্রটিও আমার ক্যারিয়ারের জন্য নতুন কিছু।

মিম কলকাতায় ব্যস্ত সময় পার করছেন মানুষ সিনেমার শুটিং নিয়ে। দীর্ঘ বিরতির পর কলকাতার বাংলা সিনেমায় অভিনয় করছেন তিনি।

মিম বলেন, আবার মার্চ আসতে হবে। খুব ভালো একটি সিনেমা হবে এটি। আমার প্রত্যাশা অনেক। জিতের সঙ্গে কাজ করে ভীষণ ভালো লাগছে। জিৎ অসাধারণ ভালো একজন মানুষ। বড় তারকা ছাড়াও বড় মনের একজন মানুষ তিনি।

অন্যদিকে সম্প্রতি নতুন বছরের প্রথম দিন এবং প্রথম বিবাহবার্ষিকীর দিনটি দুবাইতে কাটিয়েছেন মিম। টানা ছুটি কাটিয়ে কলকাতায় গেছেন শুটিং করতে।

মিম বলেন, স্বামী ও পরিবার নিয়ে দারুণ সময় কাটিয়েছি ওখানে। জীবনে কিছু সুখের স্মৃতি জমে রইল।

ইউনিসেফের শুভেচ্ছা দূত মিমের চাওয়া, ভালো কাজের সঙ্গে থাকতে চাই। মানুষের ভালোবাসা নিয়ে থাকতে চাই।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago