ঘূর্ণিঝড় সিত্রাং: চট্টগ্রামে ৫ হাজার ৮৫৪ ঘরবাড়ি বিধ্বস্ত

বিধ্বস্ত
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বন্দরনগরীর দক্ষিণ হালিশহরের আইপিজেড থানা এলাকার একটি বিধ্বস্ত ঘর। ছবি: রাজীব রায়হান/স্টার

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে চট্টগ্রামের ৫ হাজার ৮৫৪টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

এর মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হাজার ৭৬০টি বাড়ি ও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৪টি বাড়ি।

আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। 

জেলা প্রশাসনের আনুমানিক ক্ষয়ক্ষতির তালিকায় দেখা গেছে, ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জেলার দুর্যোগকবলিত ইউনিয়নের সংখ্যা ৬৬টি। 

এসব ইউনিয়নের ৫৮ হাজার ৫৭২ জন মানুষকে দুর্গত বলে উল্লেখ করা হয়েছে।  

তবে এ ঘূর্ণিঝড়ে জেলায় মৃত্যু ও নিখোঁজ নেই বলে জানিয়েছে জেলা প্রশাসন।

তবে মীরসরাই উপজেলায় একটি ড্রেজার উল্টে ৮ জন নিখোঁজ আছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।

জেলার দুর্গত ও ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার, ঢেউটিন ও গৃহনির্মাণের জন্য বরাদ্দ প্রয়োজন বলে জেলা প্রশাসন জানিয়েছে।   

দক্ষিন হালিশহর, আকমল আলী রোড, আইপিজেড থানা এলাকা।

Comments

The Daily Star  | English

Iran retaliates with waves of missiles at Israel

"New round of Honest Promise 3 attacks," state television reported, referring to the name of the Iranian military operation against Israel

1h ago