জ্বালানি তেলের দাম বৃদ্ধি: চাঁদপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চাঁদপুর শহরে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদ।   
চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চাঁদপুর শহরে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদ।

আজ সোমবার বিকেলে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অসহনীয় লোডশেডিংয়ের ফলে বাংলাদেশের মানুষের জীবনে নিদারুণ কষ্ট নেমে এসেছে। বন্ধ হয়ে যাচ্ছে ক্ষুদ্র শিল্প, উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদেশে অর্থপাচার-দুর্নীতি-লুটপাটের সঙ্গে কুলিয়ে উঠতে না পেরে, বৈশ্বিক অর্থনীতির দোহাই দিয়ে সরকার পার পাওয়ার চেষ্টা করছে।

বক্তারা আরও বলেন, জ্বালানি তেলের মূল্য বাড়িয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলা করার চেষ্টা করছে সরকার। দেশের সব সংকটের আঘাত এসে পড়ছে নিম্ন আয়ের মেহনতি মানুষের ওপর।

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সমন্বয়ক খান মুহাম্মদ নিয়াজ মোর্শেদের সভাপতিত্বে ও আশরাফুজ্জামান কাজী রাসেলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক সালমান ফার্সী, যুগ্ম আহ্বায়ক উমর সালমান, নেয়ামত উল্যাহ, ছাত্র অধিকার কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সামিউল প্রধান, সাধারণ সম্পাদক জিএম মানিক, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী আহমেদ, ছাত্র অধিকার পরিষদের নেতা শাওন, নাহিয়ান আহাদ, মাহমুদুল হাসান জীবন, শ্রমিক অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য সচিব মাইনুদ্দিন রাজু।

Comments