হাসপাতালে চিকিৎসা নিতে আসা বানরটি মারা গেছে 

আহত বানরটি নিজেই সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছিল।
আহত অবস্থায় হাসপাতালের প্রধান ফটকে বসে ছিল বানরটি। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের নামারবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা বানরটি মারা গেছে। 

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মারা যায় সে। 

চট্টগ্রামের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

গত ২ সেপ্টেম্বর আহত বানরটি নিজেই সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছিল। ৪ সেপ্টেম্বর থেকে এটিকে চিকিৎসা দিচ্ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) হাসপাতালের চিকিৎসকরা। বানরটি চট্টগ্রামের ষোলো শহরে অবস্থিত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধানে ছিল।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য দ্য ডেইলি স্টারকে বলেন, 'বানরটি গত বৃহস্পতিবার বিকাল থেকেই কিছু খাচ্ছিল না। এমনকি তরল খাবারও খাওয়ানো যাচ্ছিল না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শুধু স্যালাইন দিয়ে রাখা হয়েছিল।'

বানরটি শরীরে একাধিক গভীর ক্ষত ছিল। মূলত এসব ক্ষতর কারণেই বানরটি মারা গেছে বলে জানান তিনি।

গত ২৮ আগস্ট সীতাকুণ্ডের নামারবাজার এলাকার খাবারের সন্ধানে গিয়ে একটি খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট  হয় বানরটি। আহত অবস্থায় তখন পাশের জঙ্গলে চলে গেলেও গত ২ সেপ্টেম্বর বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বানরটি চিকিৎসা নিতে আসে।

সেদিন বানরটিকে প্রাথমিক চিকিৎসাও দেন চিকিৎসকরা। টানা ৩ দিন চিকিৎসা দেওয়ার পরও বানরটির ক্ষতস্থান ভাল না হওয়ায় বন বিভাগের সহায়তায় এটিকে সিভাসু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

Comments