রাশিয়া-চীন কোনো সামরিক জোট তৈরি করছে না: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ও চীন কোনো সামরিক জোট তৈরি করছে না এবং ২ দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা সংক্রান্ত বিষয়গুলো ‘স্বচ্ছ’।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ও চীন কোনো সামরিক জোট তৈরি করছে না এবং ২ দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা সংক্রান্ত বিষয়গুলো 'স্বচ্ছ'।

আজ রোববার তিনি এ কথা বলেন বলে রুশ সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ক্রেমলিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের কয়েকদিনের মধ্যেই রুশ প্রেসিডেন্টের কাছ থেকে এ বক্তব্য এল।

২০-২১ মার্চের ওই শীর্ষ সম্মেলনে পুতিন ও শি নিজেদের বন্ধুত্বের কথা মুক্তকণ্ঠে ঘোষণা করেছেন এবং সামরিক ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে রুশ সরকারি টেলিভিশনে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, 'আমরা চীনের সঙ্গে কোনো সামরিক জোট তৈরি করছি না। হ্যাঁ, সামরিক-প্রযুক্তিগত মিথস্ক্রিয়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতা রয়েছে। আমরা এটি গোপন করছি না।'

'সবকিছুই স্বচ্ছ, গোপন কিছু নেই', যোগ করেন তিনি।

পুতিন ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর কয়েক সপ্তাহ আগে চীন ও রাশিয়া ২০২২ সালের শুরুর দিকে একটি 'নো লিমিট' অংশীদারিত্ব চুক্তি সই করে। বেইজিং ইউক্রেন বিষয়ে পুতিনের সিদ্ধান্তের সমালোচনা করা থেকে বিরত আছে।

এদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি বলেছে, তারা আশঙ্কা করছে বেইজিং রাশিয়াকে অস্ত্র দিতে পারে। যদিও চীন এটি অস্বীকার করেছে।

বেইজিংয়ের সঙ্গে জ্বালানি ও অর্থের মতো ক্ষেত্রগুলোতে মস্কোর সম্পর্ক বৃদ্ধির অর্থ হলো রাশিয়া চীনের ওপর অত্যধিক নির্ভরশীল হয়ে উঠছে— বিরোধীদের এমন বক্তব্যও পাওয়া গেছে। তবে টেলিভিশনে দেওয়া বক্তব্যে পুতিন বলেছেন, 'এটি ঈর্ষান্বিত লোকদের মতামত।'

তিনি আরও বলেন, 'দশকের পর দশক ধরে চীনকে সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে দেখতে চেয়েছে অনেকেই। আমরা যে বিশ্বে বসবাস করি, সেটিকে আমরা বুঝি। চীন-রাশিয়া পারস্পরিক সম্পর্ক এবং সাম্প্রতিক বছরগুলোতে এ সম্পর্ক যে স্তরে পৌঁছেছে, সত্যিকার অর্থেই তার কদর করি আমরা।'

 

Comments