আটলান্টিকে ৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

আটলান্টিকে নৌকাডুবি
এ ধরনের কাঠের নৌকায় মহাসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন অভিবাসনপ্রত্যাশীরা। ছবি: রয়টার্স

পশ্চিম আফ্রিকার কেপ ভেরদের কাছে আটলান্টিক মহাসাগরে ৬০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ৪ শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করে সাল দ্বীপে আনা হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) মুখপাত্র জানায়, উদ্ধারকৃত শিশুদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে।

ধারণা করা হচ্ছে, প্রায় ১ মাস সাগরে ভাসতে থাকা নৌকাটির প্রায় সব যাত্রী সেনেগালের নাগরিক।

কেপ ভেরদের কর্মকর্তারা অবৈধ অভিবাসন ও অভিবাসনপ্রত্যাশীদের অকাল মৃত্যু ঠেকাতে বৈশ্বিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, গত সোমবার নৌকাটিকে প্রথম শনাক্ত করা হয়।

পুলিশ আরও জানায়, স্পেনের একটি মাছ ধরার নৌকার লোকজন সাল দ্বীপের প্রায় ৩২০ কিলোমিটার দূরে কাঠের তৈরি নৌকাটিকে দেখতে পান। তারা তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

গত মঙ্গলবার উদ্ধারকৃতদের বরাত দিয়ে সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১০ জুলাই ১০১ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে সেনেগালের জেলেপল্লী ফাসি বয়ে থেকে নৌকাটি ছেড়ে যায়।

Comments

The Daily Star  | English
India's detention camps for undocumented immigrants

India orders states to set up detention camps for undocumented immigrants

Order issued under Immigration and Foreigners Act, 2025, effective from September 1

2h ago