ইব্রাহিম রাইসির জানাজা কখন, জানাল ইরান

ইব্রাহিম রাইসির জানাজা কখন, জানাল ইরান
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি | রয়টার্স ফাইল ফটো

ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা ও দাফন আগামীকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হবে।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএর বরাতে সোমবার রাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় তাবরিজ শহরে প্রেসিডেন্ট রাইসি এবং তার সঙ্গে নিহত পররাষ্ট্রমন্ত্রী আমিরাব্দুল্লাহিয়ানসহ অন্যদের জানাজা হবে।

আজারবাইজান সীমান্ত থেকে ফেরার পথে রোববার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

প্রতিকূল আবহাওয়ার কারণে রাতে বিধ্বস্ত হেলিকপ্টার ও প্রেসিডেন্ট রাইসির সন্ধান পাওয়া সম্ভব হয়নি। পরে আজ সকালে হেলিকপ্টারের অবস্থান শনাক্তের পর ইরান জানায়, প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমিরাব্দুল্লাহিয়ানসহ তাদের সফরসঙ্গীরা নিহত হয়েছেন।

ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

মোখবার দেশের দায়িত্ব গ্রহণের ৫০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবেন।

পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বর্তমান উপ-পররাষ্ট্রমন্ত্রী  আলি বাঘেরি কানি।

Comments

The Daily Star  | English

Ishraque alleges political obstruction in DSCC mayoral appointment

Announces establishment of 'Mayor's Cell' to monitor service delivery in the city

1h ago