নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা

তবে নেতানিয়াহু বা তার পরিবারের কেউ ছিলেন না সেখানে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে একটি ড্রোন হামলা হয়েছে। নেতানিয়াহুর মুখপাত্র খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, এতে একটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

খবর রয়টার্স ও আল জাজিরার।  

ইসরায়েলের সামরিক সূত্র রয়টার্সকে জানায়, শনিবার উত্তর ইসরায়েলের শহর সিজারিয়াতে প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে একটি ড্রোন হামলা হয়। 

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ড্রোনটি লেবানন থেকে এসেছে। একইসঙ্গে আরও দুটি ড্রোন ইসরায়েলের সীমান্ত অতিক্রম করেছিল। সেগুলো ধ্বংস করতে সমর্থ হয়েছে তারা। 

উপকূলীয় শহর সিজারিয়াতে নেতানিয়াহুর একটি অবকাশ যাপনের বাসভবন রয়েছে। আল জাজিরা জানায়, আজকের ড্রোন হামলায় এই বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নেতানিয়াহু বা তার পরিবারের কেউ ছিলেন না সেখানে। 

হিজবুল্লাহ বা অন্য কোনো ইসরায়েল-বিরোধী গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি। 

Comments

The Daily Star  | English

Supreme Judicial Council revived

The Supreme Judicial Council, not parliament, will deal with the allegations against the Supreme Court judges over incapacity or misconduct, according to an Appellate Division verdict yesterday.

6h ago