ট্রাম্পকে অবশ্যই কানাডা নিয়ে ‘অসম্মানজনক’ মন্তব্য বন্ধ করতে হবে: কার্নি

কানাডা, মার্ক কার্নি, ডোনাল্ড ট্রাম্প, শুল্ক, যুক্তরাষ্ট্র,
যুক্তরাজ্যের লন্ডনে কানাডা হাউসে একটি সংবাদ সম্মেলনে কথা বলছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ১৭ মার্চ, ২০২৫। ছবি: রয়টার্স

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে দু'দেশের মধ্যে আলোচনা শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই কানাডা নিয়ে 'অসম্মানজনক' মন্তব্য করা বন্ধ করতে হবে।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কার্নি সাংবাদিকদের বলেন, 'আমরা এসব মন্তব্যের প্রতিবাদ জানিয়েছি। তাদের এমন মন্তব্য অসম্মানজনক। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বৃহত্তর অংশীদারিত্ব নিয়ে আলোচনায় বসার আগে তাদের অবশ্যই এসব বন্ধ করতে হবে।'

জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ট্রাম্পকে নিয়ে এবার সবচেয়ে কঠোর মন্তব্য করলেন কার্নি।

গত শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া কার্নি এখনো ট্রাম্পের সাথে কথা বলেননি এবং মার্কিন প্রেসিডেন্টও তার ব্যাপারে চুপ আছেন।

কার্নি বলেন, কানাডা দুই প্রতিবেশী দেশের সামগ্রিক বাণিজ্যিক ও নিরাপত্তা নিয়ে আরও বিস্তৃত আলোচনা ও সমঝোতা চায়।

তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র যখন আলোচনায় বসতে প্রস্তুত, তখন আমরা আলোচনায় বসতে চাই।'

কানাডা কয়েক বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক দিয়ে পাল্টা শুল্ক আরোপ করেছে।

Comments

The Daily Star  | English

4 hurt in RU clashes

The confrontations took place in four separate incidents, spanning from last night and today

4h ago