ফ্রুট পাঞ্চ মকটেল

ছবি: সংগৃহীত

অসহ্য গরমে নিজেকে সতেজ রাখতে বেশি করে পানি বা ফলের জুস পান করুন। এখন সারা বছরই প্রায় সব রকম ফল পাওয়া যায়। ফল কিনে ঘরেই তৈরি করে নিতে পারেন ফ্রুট পাঞ্চ মকটেল। ফলের জুস আর ফলের টুকরো দিয়ে সহজেই এ মকটেল তৈরি করতে পারবেন।

উপকরণ

মালটার রস ১ কাপ, আনারসের রস ১ কাপ, লেবুর রস আধা কাপ, তরমুজ জুস ২ কাপ, বরফ কুচি ২ কাপ, আপেল টুকরো আধা কাপ, মালটা স্লাইস আধা কাপ, আঙুর টুকরো আধা কাপ, লেবু গোল করে কাটা ১টি, স্প্রাইট আধা লিটার।

প্রণালি

একটি বড় সাইজের বাটিতে বা জগে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। উপরে বরফের কুচি দিয়ে নেড়ে পরিবেশন করুন। গরমে নিজের জন্য বানাতে পারেন, আবার অতিথি আপ্যায়নেও মজাদার এ ফ্রুট পাঞ্চ মকটেল সবার ভালো লাগবে।

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

3h ago