বাংলা একাডেমি গুণীজন স্মৃতি পুরস্কার ২০২৩ ঘোষণা

অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে বাংলা একাডেমি চিত্তরঞ্জন সাহা, মুনীর চৌধুরী, রোকনুজ্জামান খান দাদাভাই ও শিল্পী কাইয়ুম চৌধুরীর স্মৃতি পুরস্কার ঘোষণা করেছে।

গতকাল শুক্রবারের তারিখে বিভিন্ন গুণীজনের নামে পুরস্কার প্রদানের ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক মো. আমিনুর রহমানের সই করা চিঠি থেকে এ তথ্য জানা যায়।

২০২২ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য আগামী প্রকাশনীকে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার ২০২৩ প্রদান করা হয়।

২০২২ সালে প্রকাশিত গ্রন্থের মধ্য থেকে শৈল্পিক বিচারে সেরা গ্রন্থের জন্য ৩টি প্রকাশনীকে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৩ দেওয়া হয়। সেগুলো হলো আহমেদ রফিক রচিত 'বিচ্ছিন্ন ভাবনা' বইয়ের জন্য জার্নিম্যান বুকস, মোহাম্মদ হারুন-উর-রশিদ রচিত 'বাংলা একাডেমি আমার বাংলা একাডেমি' বইয়ের জন্য ঐতিহ্য প্রকাশনী এবং হাবিবুর রহমান রচিত 'ঠার বেদে জনগোষ্ঠীর ভাষা' বইয়ের জন্য পাঞ্জেরী পাবলিকেশন্স লি.।

২০১২ সালে গুণমান বিচারে সর্বাধিক সংখ্যক শিশুতোষ বই প্রকাশের জন্য ময়ূরপঙ্খিকে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার ২০২৩ দেওয়া হয়।

এ ছাড়া, ২০২৩ সালের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে উড়কি (১ ইউনিট), নবান্ন (২-৪ ইউনিট) ও পুথিনিলয়কে (প্যাভেলিয়ন) শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৩ দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

2h ago