ভারত

ভারতের এইমস হাসপাতালের কাছে ‘২০০ কোটি রুপির ক্রিপ্টোকারেন্সি চাইলো’ হ্যাকাররা

নয়া দিল্লির অন্যতম প্রধান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) কেন্দ্রীয় সার্ভারে হ্যাকারদের হামলায় প্রায় ৩ থেকে ৪ কোটি রোগীর গোপন তথ্য ফাঁস হওয়ার আশংকা দেখা দিয়েছে।
এইমস হাসপাতাল। ছবি: টুইটার
এইমস হাসপাতাল। ছবি: টুইটার

নয়া দিল্লির অন্যতম প্রধান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)-এর কেন্দ্রীয় সার্ভারে হ্যাকারদের হামলায় প্রায় ৩ থেকে ৪ কোটি রোগীর গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সার্ভার আবারও চালু করে দেওয়ার বিনিময়ে হ্যাকাররা ২০০ কোটি রুপি মূল্যমানের ক্রিপটোকারেন্সি দাবি করেছে বলেও অভিযোগ এসেছে।

গতকাল মঙ্গলবার ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

টানা ৬ দিন ধরে প্রতিষ্ঠানটির সার্ভার অকেজো রয়েছে বলে আনুষ্ঠানিক সূত্ররা  জানিয়েছেন।

আরও জানা গেছে, ম্যানুয়াল পদ্ধতিতে জরুরি সেবা, ওপিডি, ইন-পেশেন্ট ওয়ার্ড ও গবেষণাগারের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সার্ভার ঠিক হতে আরও ৫ দিন সময় লেগে যেতে পারে।

ভারতের কম্পিউটার ইমারজেনসি রেসপন্স টিম, দিল্লি পুলিশ ও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই সাইবার হামলার তদন্ত করছেন।

এ বিষয়ে ২৫ নভেম্বর একটি চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাস মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।

এআইআইএমএসের একজন সূত্র বলেন, 'হ্যাকাররা প্রায় ২০০ কোটি রুপি মূল্যমানের ক্রিপ্টোকারেন্সি দাবি করেছে'।

 

Comments